Indian Embassy in Afghanistan: চাপে পাকিস্তান, কাবুলে আবার খুলছে ভারতীয় দূতাবাস
India-Afghanistan Relation: ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। আজ, শুক্রবার (১০ অক্টোবর) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করেন তাঁর সঙ্গে। সেখানেই দূতাবাস চালু করার কথা বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, "অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের স্টেটাসে আপগ্রেড করছি।"

নয়া দিল্লি: ঘুম ছুটছে পাকিস্তানের। আফগানিস্তানের সঙ্গে ভারতের আবার সুসম্পর্ক তৈরি হচ্ছে। আর এই সম্পর্কেরই প্রথম ধাপ হিসাবে আফগানিস্তানের সঙ্গে পুনরায় সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক চালু করছে ভারত। তালিবানের হাতে আফগানিস্তান দখল হয়ে যাওয়ার পর সেখানে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হয়েছিল। কাবুল দূতাবাস পুনরায় চালু করা হবে।
ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। আজ, শুক্রবার (১০ অক্টোবর) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করেন তাঁর সঙ্গে। সেখানেই দূতাবাস চালু করার কথা বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের স্টেটাসে আপগ্রেড করছি…ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, সীমান্তগত অখণ্ডতা ও স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আফগানিস্তানে পালাবদলের পর বিগত ৪ বছর ধরে কাবুলে দূতাবাসের বদলে ‘টেকনিক্য়াল মিশন’ চালাচ্ছিল। ছোট শহরগুলিতে কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছিল।
২০২১ সালের ১৫ অগস্ট যখন আফগানিস্তান ও তালিবানের সংঘর্ষ তুঙ্গে, সেই সময় ভারত দুটি সি-১৭ বিমান পাঠিয়ে সে দেশে আটকে থাকা ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করে আনা হয়েছিল। সেই সময় কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ হয়ে যায়। তালিবান সরকার প্রতিষ্ঠার পর ভারতীয় দূতাবাসে একটি টেকনিক্যাল টিম পাঠানো হয়, তাও ১০ মাস পর।
এদিকে, ভারতের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানও। আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি স্পষ্ট জানিয়েছেন, তালিবান তাদের মাটিকে ভারতের উপরে হামলা করার জন্য ব্যবহার করতে দেবে না।
