Pakistan: হামাগুড়ি দিচ্ছে পাক সেনা জওয়ান, সামনে এল ভিডিয়ো!
Pakistan: ইতিমধ্যেই কোয়েটা-সহ প্রদেশের বিভিন্ন এলাকার দখল নিয়েছে বালুচিস্তানের তিনটি সশস্ত্র গোষ্ঠী— বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এবং বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি)। বালুচিস্তানে বিভিন্ন পাক সেনাঘাঁটির ওপর হামলা চালাতে শুরু করেছে বিএলএ।

ইতিমধ্যেই কোয়েটা-সহ প্রদেশের বিভিন্ন এলাকার দখল নিয়েছে বালুচিস্তানের তিনটি সশস্ত্র গোষ্ঠী— বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এবং বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি)। বালুচিস্তানে বিভিন্ন পাক সেনাঘাঁটির ওপর হামলা চালাতে শুরু করেছে বিএলএ।
বালুচিস্তানের বালোচ বিদ্রোহীরা টেনে নামিয়েছে পাকিস্তানের পতাকা, বদলে হিংলাজে উড়ালেন বালুর লিবারেশন আর্মির পতাকা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। একদিকে ভারতের সেনাবাহিনীর প্রবল চাপ, সঙ্গে ঘরেই বিদ্রোহ। জোড়া ফলায় বিদ্ধ পাকিস্তান।
আর সেকথা প্রকাশ্যেই বলে ফেলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শহিদ খক্কন আব্বাসি। দিন কয়েক আগে বলেছিলেন, বালুচিস্তানের নিয়ন্ত্রণ হারাতে চলেছে পাক প্রশাসন ও সেনা।
(বালোচ লিবারেশন আর্মির একটি ভিডিয়ো অনুযায়ী প্রতিবেদনটি লেখা)

