AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: হামাগুড়ি দিচ্ছে পাক সেনা জওয়ান, সামনে এল ভিডিয়ো!

Pakistan: ইতিমধ্যেই কোয়েটা-সহ প্রদেশের বিভিন্ন এলাকার দখল নিয়েছে বালুচিস্তানের তিনটি সশস্ত্র গোষ্ঠী— বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এবং বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি)। বালুচিস্তানে বিভিন্ন পাক সেনাঘাঁটির ওপর হামলা চালাতে শুরু করেছে বিএলএ।

Pakistan: হামাগুড়ি দিচ্ছে পাক সেনা জওয়ান, সামনে এল ভিডিয়ো!
পাক জওয়ান হামাগুড়ি দিচ্ছেনImage Credit: BLA Video
| Updated on: May 11, 2025 | 5:09 PM
Share

বালোচিস্তান: ভারতের অপারেশন সিঁদুর, আর তার জেরে প্রায় খান খান পাকিস্তান। পাক সেনা ব্যস্ত দেশের পূর্ব ও দক্ষিণ সীমান্তে। আর সেই সুযোগে দেশের পশ্চিমে নিজেদের ঘাঁটি আরও শক্তপোক্ত করার জন্য উঠেপড়ে লেগেছেন বালোচ বিদ্রোহীরা। বালোচ বিদ্রোহীদের চাপে একেবারে বিপর্যুস্ত পাক সেনা। কার্যতই হাঁটু মড়ে বসে পড়েছে পাক সেনা। বিএলএ অর্থাৎ বালোচ লিবারেশন আর্মির একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে। তাতে দেখা যাচ্ছে, এক পাক জওয়ান বালোচ বিদ্রোহীদের সামনে হাঁটু মড়ে বসে রয়েছেন। নিজের দেশেই আক্রান্ত পাক সেনা।

ইতিমধ্যেই কোয়েটা-সহ প্রদেশের বিভিন্ন এলাকার দখল নিয়েছে বালুচিস্তানের তিনটি সশস্ত্র গোষ্ঠী— বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এবং বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি)। বালুচিস্তানে বিভিন্ন পাক সেনাঘাঁটির ওপর হামলা চালাতে শুরু করেছে বিএলএ।


বালুচিস্তানের বালোচ বিদ্রোহীরা টেনে নামিয়েছে পাকিস্তানের পতাকা, বদলে হিংলাজে উড়ালেন বালুর লিবারেশন আর্মির পতাকা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। একদিকে ভারতের সেনাবাহিনীর প্রবল চাপ, সঙ্গে  ঘরেই বিদ্রোহ। জোড়া ফলায় বিদ্ধ পাকিস্তান।

আর সেকথা প্রকাশ্যেই বলে ফেলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শহিদ খক্কন আব্বাসি। দিন কয়েক আগে বলেছিলেন, বালুচিস্তানের নিয়ন্ত্রণ হারাতে চলেছে পাক প্রশাসন ও সেনা।

(বালোচ লিবারেশন আর্মির একটি ভিডিয়ো অনুযায়ী প্রতিবেদনটি লেখা)