BIG BREAKING: সব সীমা ছাড়াচ্ছে পাকিস্তান, বৈষ্ণোদেবী মন্দিরেও হামলার চেষ্টা
India-Pakistan Tension: সকালেই পঞ্জাবের স্বর্ণমন্দিরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। এবার নিশানায় বৈষ্ণোদেবী মন্দির।

শ্রীনগর: ঔদ্ধত্যের সীমা ছাড়াল পাকিস্তান। ভারতে লাগাতার হামলার চেষ্টা। ধর্মীয় স্থানগুলিকেও ছাড়ছে না। জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবীতে হামলার চেষ্টা পাকিস্তানের। সকালেই পঞ্জাবের স্বর্ণমন্দিরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। এবার নিশানায় বৈষ্ণোদেবী মন্দির।
এ দিন পাকিস্তান এলোপাথাড়ি হামলা শুরু করে ভারতে। জম্মু-কাশ্মীরের পুঞ্চ থেকে রাজৌরি, উরি, আখনুর সহ একাধিক সেক্টরে ড্রোন-মিসাইলের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও প্রতিটা আক্রমণই প্রতিহত করে দিয়েছে ভারত।
হাই অ্যালার্ট জারি জম্মু-কাশ্মীরে। পাকিস্তান হামলা শুরু করতেই ব্ল্য়াকআউট করে দেওয়া হয় বৈষ্ণোদেবী মন্দিরে। পাকিস্তান যাতে এই মন্দিরে হামলা চালাতে না পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত। যুদ্ধ আবহে বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষের তরফে আপাতত দর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তত আগামিকাল ভোর ৫টা অবধি পুণ্যার্থীদের মন্দিরে আসতে বারণ করা হয়েছে। পুণ্যার্থীদের নিরাপদ শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে। মন্দিরেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।





