
ফিরোজপুর: কিছুতেই শিক্ষা হচ্ছে না পাকিস্তানের। বৃহস্পতিবারের পর শুক্রবার সন্ধ্যার পর থেকে ফের আক্রমণ শুরু করে পাকিস্তান। ব্ল্যাক আউট হয়ে যায় উপত্যকার বিস্তৃর্ণ এলাকা। জম্মু, সাম্বা, অবন্তিপোরা, উধমপুরকে টার্গেট করে লাগাতার হতে থাকে পাক আক্রমণ। যদিও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এদিনও বিশেষ সুবিধা করতে পারেনি পাকিস্তান। এরইমধ্যে পঞ্জাবের পাঠানকোট, ফিরোজপুর, অমৃতসর, ভাতিন্ডাতেও ড্রোন অ্যাটাক করে পাক সেনা। আক্রমণ হয় পোখরান, যোধপুর, জয়সলমীরেও।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, একটি পাক ড্রোন আঘাত হেনেছে ফিরোজপুরের একটি আবাসিক এলাকায়। একটি পরিবার জখমও হয়েছে। পরিবারের সদস্যদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ফিরোজপুরের এসএসপি ভূপিন্দর সিং এএনআই-কে বলছেন, আমরা খবর পেয়েছি ৩ জন ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশিরভাগ পাক ড্রোনই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।
সন্ধ্যা থেকেই পঞ্জাবের একাধিক এলাকা ব্ল্যাক আউট হয়ে যায়। পাঠানকোটে পাক হামলা বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা। সাম্বা সেক্টরে পাক ড্রোন ধ্বংস করে ফেলেছে ভারতের এয়ার ডিফেন্স। উরিতেও পাক হামলা আটকে দিয়েছে ভারতীয় সেনা। নানা প্রান্তে আবার বারুদহীন পাক ড্রোন উদ্ধার হয়েছে। শুধুমাত্র নজরদারির উদ্দেশ্য়েই সেগুলিকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।