AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Discussion in Parliament: ‘বঙ্কিমদা’ সম্বোধনের বিরুদ্ধে মৌন প্রতিবাদ তৃণমূলের, সংসদে বাজল SIR-ডঙ্কা

Parliament Winter Session: বাদল অধিবেশন থেকেই ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে সরব হয়েছে দেশের বিরোধী শিবির। বারংবার এই নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল তাঁরা। এমনকি, শীতকালীন অধিবেশনের শুরুতেও এসআইআর আলোচনার পক্ষেই সওয়াল করেছিলেন বিরোধীরা। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সেই সময় জানিয়েছিলেন, 'সবটাই বিজ়নেস অ্য়াডভাইসরি কমিটির সিদ্ধান্ত।'

SIR Discussion in Parliament: 'বঙ্কিমদা' সম্বোধনের বিরুদ্ধে মৌন প্রতিবাদ তৃণমূলের, সংসদে বাজল SIR-ডঙ্কা
সংসদ চত্বরে তৃণমূলের প্রতিবাদImage Credit: PTI
| Updated on: Dec 09, 2025 | 11:59 AM
Share

নয়াদিল্লি: একদিকে শীর্ষ আদালতে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন নিয়ে শুনানি। সেই সময়ই সংসদে চলবে এসআইআর আলোচনা। সোমবার ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনার পর মঙ্গলবার সংসদের অভিমুখ ঘুরেছে এসআইআর আলোচনার দিকেই।

সংসদ সূত্রে জানা গিয়েছে, বিরোধীদের দাবি মেনেই সংসদে দু’দিন ধরে চলবে এসআইআর আলোচনা। লোকসভায় আলোচনা শুরু করতে চলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অবশ্য, সেটা যে চূড়ান্ত এমন নয়। সূত্রের খবর, রাহুল গান্ধীর মাধ্যমেই এসআইআর নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা। তবে আরও কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি আলোচনা শুরু করবেন। দুপুরের দিকে সেই আলোচনায় যোগ দেবেন লোকসভার বিরোধী দলনেতা।

উল্লেখ্য, বাদল অধিবেশন থেকেই ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে সরব হয়েছে দেশের বিরোধী শিবির। বারংবার এই নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল তাঁরা। এমনকি, শীতকালীন অধিবেশনের শুরুতেও এসআইআর আলোচনার পক্ষেই সওয়াল করেছিলেন বিরোধীরা। কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সেই সময় জানিয়েছিলেন, ‘সবটাই বিজ়নেস অ্য়াডভাইজ়রি কমিটির সিদ্ধান্ত।’

মৌন প্রতিবাদ তৃণমূলের

এসআইআর নিয়ে আলোচনার পূর্বে সংসদ চত্বরে মৌন প্রতিবাদ রাজ্যের শাসকশিবিরের সাংসদদের। প্রধানমন্ত্রীর ‘বঙ্কিমদা’ সম্বোধনের বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদরা। কারওর হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, কারওর হাতে আবার রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। কেউ মুখে একটা রা পর্যন্ত কাটছেন না। নেই কোনও স্লোগান। সংসদ চত্বরের সামনে দাঁড়িয়ে মণীষীদের ছবি ও প্ল্যাকার্ড হাতে নিয়ে একেবারে মৌন প্রতিবাদ তৃণমূলের। অন্যদিকে সংসদের অন্দরে চলছে এসআইআর আলোচনার প্রস্তুতি।