AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Plane Crash in Ahmedabad: আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান

Plane Crash in Ahmedabad: গুজরাটের অহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহি বিমান। কমপক্ষে ২০০ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

Plane Crash in Ahmedabad: আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান
ঘটনাস্থলের ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: Jun 12, 2025 | 2:26 PM
Share

আহমেদাবাদ: কালো ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা। দেশের আকাশে নতুন বিপর্যয়। গুজরাটের আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। কমপক্ষে ১৩৫ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বিমানটি এয়ার ইন্ডিয়ার। যা সবে মাত্র আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে। কিন্তু আকাশছোঁয়ার ক্ষণিকের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

তবে কী কারণে বা কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই নিয়ে এখনও কোন সবিস্তারে তথ্য পাওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছে পুলিশ ও  দমকল বাহিনী। গুগল ম্যাপস বলছে, ঘটনাস্থল থেকে আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দরের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। তবে এই ঘটনায় সংবাদসংস্থা ANI জানাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ২৪২ জন যাত্রীর মৃত্যু হয়েছে।

এই প্রস্ঙ্গে বিমান চালক ক্যাপ্টেন অনিন্দ্য বিশ্বাস টিভি৯ বাংলাকে জানিয়েছে, ‘খবর পেলাম এটি বোয়িং এআই ১৭১ বিমান। এটা আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও ঠাওর করা যাচ্ছে না। তবে প্রাথমিক ভাবে বলতে পারি, ইঞ্জিন কেন্দ্রীক কোনও সমস্যা ছিল। যে কারণে চালক হয়তো সামাল দেওয়ার সময়-সুযোগ কোনওটাই পাননি।’

বিশ্বস্ত সূত্রে তথ্য মিলেছে, সম্ভবত উড়ান নেওয়ার পরেই বিমানের পিছনের অংশ একটি গাছে ধাক্কা মারে। যার জেরে বেসামাল হয়ে আকাশ থেকে খসে পড়ে বিমানটি। এদিন এই প্রসঙ্গে ক্যাপ্টেন অনিন্দ্য বিশ্বাস বলেন, ‘যদি উড়ানের পথে  সত্যিই কোনও গাছ থাকে, বিমানের চালক কখনওই উড়ান নেবেন না। তবে গোটা ব্যাপারটাই এখনও তদন্তসাপেক্ষ।’