Patanjali: মানুষের জীবনযাত্রা বদলাতে কীভাবে কাজ করছে পতঞ্জলি? জেনে নিন…
Patanjali: এখন যোগগুরু রামদেবের পতঞ্জলির অনেক বিদ্যালয় রয়েছে। আছে বিশ্ববিদ্যালয়ও। যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি বৈদিক শিক্ষা, যোগ ও আয়ুর্বেদের শিক্ষা দেওয়া হয়।

নয়াদিল্লি: বদলেছে মানুষের জীবনশৈলী। প্রতি মুহূর্তে মানুষ যেন দৌড়ে বেড়াচ্ছেন। ব্যস্ততায় ভরা জীবন। এরই মাঝে ব্যবসা ও আধ্যাত্মিকতার মিশ্রণ হল পতঞ্জলি। আয়ুর্বেদিক পণ্যের জন্য পতঞ্জলি বিখ্যাত। কীভাবে ভারতীয় সংস্কৃতি, আধ্যাত্মিক চর্চাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে পতঞ্জলি, দেখে নিন একনজরে।
যোগচর্চাকে এখন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে পতঞ্জলির। মানুষের কাছে যোগচর্চার গুরুত্ব তুলে ধরেছে। যোগ শুধু শারীরিক ব্যায়াম নয়, এটা আধ্য়াত্মিক সাধনাও। যোগগুরু রামদেবের বিনামূল্যে যোগ শিবির ও টেলিভিশনে যোগ অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষকে যোগের প্রতি উৎসাহিত করেছে।
বর্তমান এই সময়ে যে চিকিৎসা পদ্ধতি, সেখানে ওষুধ দিয়ে অসুস্থদের সুস্থ করা হয়। অন্যদিকে, পতঞ্জলির যোগপীঠে আয়ুর্বেদের মাধ্যমে শরীর ও মনের সম্পূর্ণ স্বাস্থ্যতে নজর দেওয়া হয়। প্রাকৃতিক চিকিৎসা, জড়বুটির মাধ্যমে চিকিৎসায় জোর দেওয়া হয়। ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতি হল আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। এতে শুধু শরীরের রোগ সারায় না। মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির পথও খুলে দেয়।
এই খবরটিও পড়ুন




এখন যোগগুরু রামদেবের পতঞ্জলির অনেক বিদ্যালয় রয়েছে। আছে বিশ্ববিদ্যালয়ও। যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি বৈদিক শিক্ষা, যোগ ও আয়ুর্বেদের শিক্ষা দেওয়া হয়।
ভারতীয় সংস্কৃতি, খাদ্য ও দেশীয় পণ্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পতঞ্জলি। মানুষকে স্বনির্ভর হতে প্রেরণা জোগাচ্ছে তারা। ভারতীয় মূল্যবোধকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
শুধু ব্যবসা করা পতঞ্জলির লক্ষ্য নয়। সামাজিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পতঞ্জলি। বিপর্যয়ের সময় ত্রাণ বিতরণ করে। পরিবেশরক্ষা নিয়ে কর্মসূচি পালন করে। সমাজকে আত্মনির্ভর করতে পদক্ষেপ করছে।





