India VS Pakistan Match: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ থামাতে সুপ্রিম কোর্টে মামলা, শুনেই বিচারপতি বললেন…

Supreme Court on India VS Pakistan Match: ১৪ সেপ্টেম্বর দুবাইতে হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগেই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। আইনের পড়ুয়া উর্বর্শী জৈন ও তাঁর তিন সতীর্থ মিলে সংবিধানের ৩২ ধারার অধীনে জনস্বার্থ মামলা করেন এবং এই ম্যাচ স্থগিত করে দেওয়ার আবেদন জানান।

India VS Pakistan Match: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ থামাতে সুপ্রিম কোর্টে মামলা, শুনেই বিচারপতি বললেন...
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা।Image Credit source: X

|

Sep 12, 2025 | 7:50 AM

নয়া দিল্লি: শুরু হয়েছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। এই সিরিজের অন্যতম হাইলাইট হতে চলেছে ভারত-পাকিস্তানের ম্যাচ (India Vs Pakistan)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ফের একবার ২২ গজে মুখোমুখি। পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরের পর এই প্রথম মুখোমুখি দুই টিম। তবে এই ম্যাচ নিয়ে কম তর্ক-বিতর্কও হচ্ছে না। ভারতের পাকিস্তানকে বয়কট করা উচিত, এমন দাবি জানিয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী ও দেশপ্রেমী। এবার সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ। দাবি করা হল, এই ম্যাচ বন্ধ করার। কী উত্তর দিল শীর্ষ আদালত?

১৪ সেপ্টেম্বর দুবাইতে হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগেই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। আইনের পড়ুয়া উর্বর্শী জৈন ও তাঁর তিন সতীর্থ মিলে সংবিধানের ৩২ ধারার অধীনে জনস্বার্থ মামলা করেন এবং এই ম্যাচ স্থগিত করে দেওয়ার আবেদন জানান। তাদের যুক্তি ছিল, পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেয়। সরকারের এই ম্যাচ বাতিল করে দেওয়া উচিত। পহেলগাঁও জঙ্গি হামলায় যারা প্রাণ হারিয়েছিলেন, তাদের কাছে নেতিবাচক বার্তা যাবে। শহিদদের পরিবারকে কষ্ট দেবে।

মামলাকারীরা আরও বলেন যে যে দেশ সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, তাদের সঙ্গে খেললে, তা সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করবে। জাতীয় স্বার্থ, নাগরিকদের জীবন বা সেনার আত্মত্যাগের থেকে বেশি গুরুত্ব দেওয়া যায় না ক্রিকেটকে।

তবে সুপ্রিম কোর্টে বিচারপতি জেকে মহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ এই মামলাটি শুনতেই অস্বীকার করেন। বলেন, “এটা একটা ম্যাচ মাত্র। হতে দিন। রবিবার ম্যাচ, এখন কী করা যেতে পারে?”