Modi calls Trump: ‘বন্ধু’ জিততেই ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী, কী কথা হল ট্রাম্পের সঙ্গে?

Modi calls Trump: দুই রাষ্ট্রনেতার প্রগাঢ় বন্ধুত্বের কথা সকলেই জানে। 'হাউডি, মোদী' বা 'নমস্তে ট্রাম্পে'র মতো হাই প্রোফাইল অনুষ্ঠানে সেই বন্ধুত্বের রসায়ন ধরাও পড়েছে। বুধবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী), সরাসরি মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিতকে ফোন করে কথা বললেন ভারতীয় প্রধানমন্ত্রী।

Modi calls Trump: 'বন্ধু' জিততেই ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী, কী কথা হল ট্রাম্পের সঙ্গে?
ট্রাম্পের প্রথম মেয়াদেই, মোদীর সঙ্গে গড়ে উঠেছিল প্রগাঢ় বন্ধুত্ব (ফাইল ছবি)Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 06, 2024 | 11:01 PM

নয়া দিল্লি: সরকারিভাবে এখনও ঘোষণা না করা হলেও, দিনের আলোর মতো স্পষ্ট, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে, তাঁর এই দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। দুই রাষ্ট্রনেতার প্রগাঢ় বন্ধুত্বের কথা সকলেই জানে। ‘হাউডি, মোদী’ বা ‘নমস্তে ট্রাম্পে’র মতো হাই প্রোফাইল অনুষ্ঠানে সেই বন্ধুত্বের রসায়ন ধরাও পড়েছে। বুধবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী), সরাসরি মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিতকে ফোন করে কথা বললেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার।

এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ফোনকলের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, তাঁদের মধ্যে দুর্দান্ত কথোপকথন হয়েছে। ‘বন্ধু’ ট্রাম্পকে বলেছেন, ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা দুর্দান্ত কথোপকথন হয়েছে। তাঁকে তাঁর দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আবার একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাস্ত করেছেন রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয় সুনিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে মোদী লিখেছিলেন “বন্ধু, ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা।” ট্রাম্পও বিভিন্ন সময়ে মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা বলেছেন। এবারের নির্বাচনের প্রচার পর্বেও তিনি নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। মোদীকে তিনি ‘মহান ব্যক্তি’, ‘মহান নেতা’ এবং ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করেন।