পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ… সাংসদদের পাশে নিয়ে ‘অখণ্ড ভারতে’র বার্তা প্রধানমন্ত্রীর

Parliament: এ দিন সংসদের অধিবেশনের প্রথমদিনেই জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এক পাশে দাঁড়িয়ে ছিলেন সাংসদ ডঃ জীতেন্দ্র সিং, এল মুরুগান। অন্যদিকে অর্জুন রাম মেঘওয়াল ও কিরণ রিজিজু দাঁড়িয়ে ছিলেন। 

পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ... সাংসদদের পাশে নিয়ে 'অখণ্ড ভারতে'র বার্তা প্রধানমন্ত্রীর
সংসদের বাইরে প্রধানমন্ত্রী। Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 24, 2024 | 1:38 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশন। সেই অধিবেশনের প্রথমদিনেই ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিটি কোণের সাংসদদের পাশে নিয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন তিনি।

এ দিন সংসদের অধিবেশনের প্রথমদিনেই জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এক পাশে দাঁড়িয়ে ছিলেন সাংসদ ডঃ জীতেন্দ্র সিং, এল মুরুগান। অন্যদিকে অর্জুন রাম মেঘওয়াল ও কিরণ রিজিজু দাঁড়িয়ে ছিলেন।

এরমধ্যে ডঃ জীতেন্দ্র সিং উত্তর ভারতের সাংসদ। এল মুরুগান দক্ষিণ ভারতের সাংসদ। পশ্চিম ভারত থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন অর্জুনরাম মেঘওয়াল। উত্তর-পূর্ব ভারতের সাংসদ কিরণ রিজিজু।

দেশের বিভিন্ন প্রান্তের সাংসদদের পাশে নিয়ে প্রধানমন্ত্রী মোদী “এক ভারত, শ্রেষ্ঠ ভারত”-র বার্তা দিয়েছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

এ দিন প্রধানমন্ত্রী মোদী সংসদের বাইরে বলেন, “তৃতীয়বার ক্ষমতায় এসেছি আমরা। আমাদের দায়িত্বও তিনগুণ বেড়েছে। আমি দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, তৃতীয় কার্যকলে তিনগুণ বেশিপরিশ্রম করব। তিনগুণ বেশি ফল আনব।”