Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

G20 Summit: দিল্লিতে পা রেখেই নমোর বাসভবনে বাইডেন, খোশমেজাজে বৈঠক দুই রাষ্ট্রনেতার

Modi-Biden Meet: প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকের সুন্দর কিছু মুহূর্তের ছবি শেয়ার করা হয়েছে। দ্বিপাক্ষিক এই আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। জি-২০ সম্মেলনের আগে এই বৈঠক ভারত ও আমেরিকার বন্ধুত্বকে আরও মজবুত করল বলেই মনে করছে কূটনৈতিক মহল।

G20 Summit: দিল্লিতে পা রেখেই নমোর বাসভবনে বাইডেন, খোশমেজাজে বৈঠক দুই রাষ্ট্রনেতার
মোদী-বাইডেন সাক্ষাৎImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 10:19 PM

নয়া দিল্লি: ভারতের মাটিতে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধেয় দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকের সুন্দর কিছু মুহূর্তের ছবি শেয়ার করা হয়েছে। দ্বিপাক্ষিক এই আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। জি-২০ সম্মেলনের আগে এই বৈঠক ভারত ও আমেরিকার বন্ধুত্বকে আরও মজবুত করল বলেই মনে করছে কূটনৈতিক মহল।

দুই দেশের রাষ্ট্রনেতার এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে উপস্থিত ছিলেন আমেরিকার ট্রেজ়ারি সেক্রেটারি জেনেট ইয়েলেন, সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।

কী কী বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে, সেটি এখনও জানা যায়নি। তবে কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, জেট ইঞ্জিন চুক্তি, প্রিডেটর ড্রোন এবং ৫জি ও ৬জি নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দিক নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে।

শুক্রবার সন্ধেয় প্রধানমন্ত্রীর বাসভবনের মোদী ও বাইডেনকে খোশমেজাজে আলোচনা করতে দেখা গিয়েছে। বাইডেনকে স্বাগত জানানোর জন্য বাসভবনের অপেক্ষা করছিলেন নমো। বাইডেন গাড়ি থেকে নামতেই দুজনে হাত মিলিয়ে একে অপরকে সম্বোধন করলেন। তারপর হাঁটতে হাঁটতে কাঁধে হাত দিয়েও কথা বলতে দেখা যায় দু’জনকে। শুক্রবারের এই দ্বিপাক্ষিক আলোচনা আগামী দিনে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেই মত কূটনৈতিক মহলের।