PM Modi-GST: সস্তা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিরাট বদল GST-তে, দিপাবলীতে উপহার প্রধানমন্ত্রীর

PM Modi Independence Day Speech: প্রধানমন্ত্রী বলেন যে আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে। ভারত সেই লক্ষ্য অর্জনও করবে। তিনি নিজেই লালকেল্লা থেকে এই খবর শোনাবেন। 

PM Modi-GST: সস্তা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিরাট বদল GST-তে, দিপাবলীতে উপহার প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Aug 15, 2025 | 10:02 AM

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জিএসটি-তে বড় সংস্কারের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সরলীকরণ করা হবে জিএসটি ব্যবস্থায়। কমবে সাধারণ মানুষের উপরে চাপ।

এ দিন লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দিওয়ালিতে বড় উপহার পাবেন আমরা। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে। ৮ বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে। দিওয়ালির মধ্যে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম আনা হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “সামান্য পণ্যে যে করের বোঝা ছিল, তা অনেকটা কমিয়ে দেওয়া হবে। অনেক উপকার হবে এমএসএমই-তে। নিত্যপ্রয়োজনীয় জিনিস সস্তা হয়ে যাবে। এতে দেশবাসীর সুবিধা হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১ জুলাই কেন্দ্রীয় সরকার জিএসটি এনেছিল। ৮ বছর বাদে সেই জিএসটি ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। তিনি জানান, একটি হাই-পাওয়ারড কমিটি তৈরি করা হয়েছে জিএসটি রিভইউয়ের জন্য। রাজ্যগুলির সঙ্গেও এই বিষয়ে কথা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন যে আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে। ভারত সেই লক্ষ্য অর্জনও করবে। তিনি নিজেই লালকেল্লা থেকে এই খবর শোনাবেন।  আজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। অর্থনীতি মজবুত রয়েছে। মাক্রো-ইকোনমিও মজবুত রয়েছে। ইউপিআই ব্যবস্থারও প্রশংসা করেন তিনি।