
নয়া দিল্লি: ‘অপারেশন সিঁদুর’-এ বিরাট সাফল্য। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতদের স্ত্রীদের সিঁদুরের বদলা নিল সেনাবাহিনী। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে বেছে বেছে ৯টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এল ভারত। আর এই অভিযানের পরই ক্যাবিনেট বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে বললেন, “এই অভিযান আমাদের করতেই হত”।
ক্যাবিনেট বৈঠকে অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে প্রথমেই প্রধানমন্ত্রী মোদী বলেন, “এটা গর্বের মুহূর্ত”। ক্যাবিনেটকে জানান, পরিকল্পনা মাফিকই অপারেশন সিঁদুরকে বাস্তবের রূপ দেওয়া হয়েছে। অভিযানে কোনও ভুলচুক হয়নি। সাফল্যের সঙ্গেই প্রত্যাঘাত করেছে ভারত।
সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে ভারতীয় সেনার তিন বাহিনী গোটা মিশনকে নিখুঁতভাবে রূপ দিয়েছে। আগে থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তিনি বলেন, “গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে ছিল। আমরা সেনাবাহিনীর উপরে গর্বিত“।
#WATCH | Delhi | Prime Minister Narendra Modi chairs Union cabinet meeting. pic.twitter.com/NIgf2RiZiO
— ANI (@ANI) May 7, 2025
বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৪ মিনিট ধরে পুরো অপারেশন ব্যাখ্যা করেন। বাকি মন্ত্রীরা টেবিল চাপড়ে তা সমর্থন করেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই অভিযান আমাদের করতেই হত। কারণ পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে ছিল”।
আজই অপারেশন সিঁদুর নিয়ে আপডেট দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখুন এক ক্লিকে-