PM Narendra Modi: ‘প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে’, সামিকে বিশেষ শুভেচ্ছা, টিম ইন্ডিয়াকে কী বললেন প্রধানমন্ত্রী?

ICC World Cup 2023: নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠতেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, "অভিনন্দন টিম ইন্ডিয়া! অসাধারণ পারফরম্যান্স দিয়ে স্মরণীয়ভাবে ফাইনালে প্রবেশ করল ভারত। আমাদের টিমের অসাধারণ ব্যাটিং ও দারুণ বোলিংই ম্যাচ জিতিয়েছে। ফাইনালের জন্য শুভেচ্ছা রইল।"  

PM Narendra Modi: 'প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে', সামিকে বিশেষ শুভেচ্ছা, টিম ইন্ডিয়াকে কী বললেন প্রধানমন্ত্রী?
ভারতীয় টিমকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 6:45 AM

নয়া দিল্লি: বুক ধড়ফড়, দুশ্চিন্তায় চোখের পাতা পড়ছিল না। অবশেষে এক যুগ পর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। এবার অপেক্ষা শুধু রবিবারের ম্যাচের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে (ICC World Cup Semi Final) ৭০ রানে কিউয়ি বধ করে আপাতত সপ্তম স্বর্গে রয়েছে ‘মেন ইন ব্লু’। আনন্দে ভাসছে গোটা দেশ। বইছে শুভেচ্ছার বন্যা। ভারতীয় দলকে অভিনন্দন জানাতে বাদ রইলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যান্য নেতারা।

বুধবারের দুপুর থেকেই গোটা দেশের চোখ আটকে ছিল টিভির পর্দায় বা মোবাইল স্ক্রিনে। ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল বলে কথা, তাও আবার সেই সেমিফাইনাল ম্যাচে খেলছে ভারত। এই ক্রিকেট জ্বরে কাবু হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠতেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “অভিনন্দন টিম ইন্ডিয়া! অসাধারণ পারফরম্যান্স দিয়ে স্মরণীয়ভাবে ফাইনালে প্রবেশ করল ভারত। আমাদের টিমের অসাধারণ ব্যাটিং ও দারুণ বোলিংই ম্যাচ জিতিয়েছে। ফাইনালের জন্য শুভেচ্ছা রইল।”

ভারতের জয়ের পিছনে অন্যতম অবদান মহম্মদ সামির। বিধ্বংসী বোলিং করে সাতটি উইকেট ছিনিয়ে নেন তিনি। তাঁর এই অন্যবদ পারফরম্যান্সের আলাদাভাবে প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আজকের এই সেমিফাইনাল ম্যাচটি আরও চিত্তাকর্ষক হয়ে উঠেছিল একক পারফরম্য়ান্সের জন্যও। এই ম্যাচে মহম্মদ সামির বোলিং এবং গোটা বিশ্বকাপ জুড়েই তাঁর পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীরা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। ওয়েল প্লেড সামি!”

শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইটে ভারতীয় ক্রিকেট টিমের সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে বলেন, “বসের মতো ফাইনালে প্রবেশ। ক্রিকেটের দক্ষতার কী অসামান্য প্রদর্শন। শো-ডাউনের জন্য শুভেচ্ছা। কাপ নিয়ে আসব আমরা।”

এছাড়াও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সকলেই ভারতীয় দলের অসামান্য় পারফরম্য়ান্স নিয়ে অভিনন্দন জানান।