AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

World Climate Action Summit: ১ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমির শাহির (UAE) দুবাইতে (Dubai) শুরু হতে চলেছে ২৮ তম বিশ্ব জলবায়ু সম্মেলন। যার নাম দেওয়া হয়েছে, COP-28। সেই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাই পাড়ি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবরটি নিশ্চিত করে টুইট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

PM Narendra Modi: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দুবাই পাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।Image Credit: ANI
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 10:33 PM
Share

নয়া দিল্লি: আগামিকাল অর্থাৎ ১ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমির শাহির (UAE) দুবাইতে (Dubai) শুরু হতে চলেছে ২৮ তম বিশ্ব জলবায়ু সম্মেলন। যার নাম দেওয়া হয়েছে, COP-28। সেই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবাই পাড়ি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। খবরটি নিশ্চিত করে টুইট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি জানান, মূলত, উন্নয়নশীল দেশগুলির জলবায়ু পরিবর্তনের মোকাবিলার পথ খুঁজতেই এই বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতে আয়োজিত জি-২০ সামিটেও এই জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছিল বলে জাানিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, দুবাইয়ে আয়োজিত এই বিশ্ব জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা যোগ দেবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনে যোগ দেবেন না।

এদিন দুবাই যাওয়ার প্রাক্কালে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, প্যারিস চুক্তির অধীনে জলবায়ু পরিবর্তনের মোকাবিলার অগ্রগতি নিয়ে COP28-এ আলোচনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের (ভারতের) সভাপতিত্বে G20 সামিটের সময় জলবায়ুর বিষয়টি আমাদের অগ্রাধিকারে ছিল।” জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় অনেকগুলি দৃঢ় পদক্ষেপ করার বিষয়ে সামিটে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে এবং COP28-এ সেই বিষয়গুলিতে ঐক্যমত্য করে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

প্রসঙ্গত, বর্তমানে গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয় হল, জলবায়ুর পরিবর্তন। যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এবং গোটা বিশ্বের জলবায়ুর পরিবর্তন ঘটছে, তার প্রভাবও পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। সাইক্লোন, ভূমিকম্প থেকে অগ্ন্যুৎপাত, ভূমিধস, মেঘভাঙা বৃষ্টি অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই সম্মেলনে বিশেষ কোনও পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।