PM Narendra Modi: পুলওয়ামা হামলার পর শেষবার বৈঠক হয়েছিল, সেই ক্যাবিনেট আজ ফের বসল, পাকিস্তানকে যোগ্য জবাব আজই?

India-Pakistan: মঙ্গলবারও নিরাপত্তা বিষয়ক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বুধবারও তিনি নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করেন।

PM Narendra Modi: পুলওয়ামা হামলার পর শেষবার বৈঠক হয়েছিল, সেই ক্যাবিনেট আজ ফের বসল, পাকিস্তানকে যোগ্য জবাব আজই?
গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI

|

Apr 30, 2025 | 1:32 PM

নয়া দিল্লি: আজই কি পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনও অ্যাকশন? পরপর গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন আজ। অন্যদিকে রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট বৈঠকও হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই জল্পনা, তবে কি বড় পদক্ষেপ করা হবে আজ?

মঙ্গলবারও নিরাপত্তা বিষয়ক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বুধবারও তিনি নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করেন। ২০ মিনিট চলে এই বৈঠক। তা শেষ হতে না হতেই, রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেন তিনি।

জানা গিয়েছে, আজ অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠকও হবে। প্রতিটি বৈঠকেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিকে সুপার ক্যাবিনেট বলা হয়, কারণ এতে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদাধিকারী সকল মন্ত্রীরা রয়েছেন। এই কমিটিকে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহন মন্ত্রী নিতিন গড়করী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল।

২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এই ক্যাবিনেট কমিটি শেষবার বৈঠকে বসেছিল। তারপর পাকিস্তানকে বালাকোট এয়ার স্ট্রাইক দিয়ে জবাব দিয়েছিল ভারত।

মঙ্গলবারের বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য।