PM Modi-Fumio Kishida: ‘সংযোগ-বাণিজ্যে বাড়াতে হবে সহযোগিতা’, দ্বিপাক্ষিক আলোচনা মোদী-কিশিদার
G-20 Summit: এ দিন জি-২০ সম্মেলনের প্রধান অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জি-২০ সম্মেলনের প্রথম অধিবেশন "ওয়ান আর্থ"-শুরুর আগে দুই রাষ্ট্রনেতা সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

নয়া দিল্লি: জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida)। এ দিন সকালে দিল্লির ভারত মন্ডপমে এসে পৌঁছন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। দুই রাষ্ট্রপ্রধানই বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে দুই দেশের মিলিত সহযোগিতার কথা বলেন। দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ক্ষেত্রেও সম্মতি প্রকাশ করেন মোদী-কিশিদা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনই জানানো হয়েছে।
এ দিন জি-২০ সম্মেলনের প্রধান অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ভারতের জি-২০ সভাপতিত্ব ও জাপানের জি-৭ সভাপতিত্বে যে যে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তা নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা।
Held productive talks with PM @kishida230. We took stock of India-Japan bilateral ties and the ground covered during India’s G20 Presidency and Japan’s G7 Presidency. We are eager to enhance cooperation in connectivity, commerce and other sectors. pic.twitter.com/kSiGi4CBrj
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে (টুইটারের পরিবর্তিত নাম) লেখেন “প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতের সভাপতিত্বে জি-২০ ও জাপানের সভাপতিত্বে জি-৭ এ কী কী বিষয় নিয়ে আলোচনা-পদক্ষেপ গৃহীত হয়েছে, তা নিয়ে আমরা কথা বলেছি। সংযোগ, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে মিলিত সহযোগিতা বাড়াতে আগ্রহী আমরা।”
জি-২০ সম্মেলনের প্রথম অধিবেশন “ওয়ান আর্থ”-শুরুর আগে দুই রাষ্ট্রনেতা সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।
প্রসঙ্গত, জি-২০ সম্মেলনের ফাঁকেই একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনে মোট ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। সম্মেলন শুরুর আগের দিনই, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। আজ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী।
