PM Narendra Modi: ‘করোনা শেষ হওয়া এখনও অনেক দূরে’, কোভিড ও ইনফ্লুয়েঞ্জা রুখতে স্বাস্থ্যবিধিতেই জোর প্রধানমন্ত্রীর

COVID-19 & Influenza Meeting: সমস্ত তথ্য শুনে প্রধানমন্ত্রী মোদী বলেন, "করোনা পরিস্থিতি শেষ হওয়া থেকে এখনও অনেক দূরে। দৈনিক সংক্রমণের হারের উপরে নজরদারি করতে হবে।"

PM Narendra Modi: 'করোনা শেষ হওয়া এখনও অনেক দূরে', কোভিড ও ইনফ্লুয়েঞ্জা রুখতে স্বাস্থ্যবিধিতেই জোর প্রধানমন্ত্রীর
করোনা পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 8:19 AM

নয়া দিল্লি: করোনা সংক্রমণ শেষ হতে এখনও অনেক সময় বাকি। বুধবার দেশে ক্রমবর্ধমান করোনা (COVID-19) ও ইনফ্লুয়েঞ্জা (Influenza) সংক্রমণ নিয়ে স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকেএমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ও স্বাস্থ্য় দফতর কতটা প্রস্তুত রয়েছে, তা খতিয়ে দেখার জন্যই উচ্চ পর্যায়ের এই বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, “সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্কতায় কোনও খামতি রাখা যাবে না”। দেশের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে করোনা টিকাকরণ, করোনার নতুন ভ্যারিয়েন্ট, ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন ধরন ও সাধারণ মানুষের উপরে তার প্রভাব, এই সমস্ত তথ্য খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী মোদী।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ দেশের করোনা ও ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন পেশ করেন। বিগত কয়েক মাসে দেশে এইচ১এন১ ও এইচ৩এন২ ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বাড়বাড়ন্তের বিষয়টিও তুলে ধরেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে জানানো হয়, বিগত কয়েকদিন ধরে দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণ ৭০০-৮০০ গণ্ডিতে ঘোরাফেরা করছে। তবে সংক্রমণের হার এখনও ১ শতাংশের কম রয়েছে। এরপরে করোনার ২০টি ওষুধ, ১২টি অন্য ওষুধ, ৮টি বাফার ওষুধ ও ১টি ইনফ্লুয়েঞ্জার ওষুধের দামের উপরেও কড়া নজর রাখা হচ্ছে বলে জানান।

সমস্ত তথ্য শুনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “করোনা পরিস্থিতি শেষ হওয়া থেকে এখনও অনেক দূরে। দৈনিক সংক্রমণের হারের উপরে নজরদারি করতে হবে। সাধারণ মানুষের কাছে, বিশেষ করে প্রবীণ নাগরিক ও যাদের কো-মর্ডিবিটি রয়েছে, তারা অবশ্যই শ্বাসযন্ত্রের স্বাস্থ্যবিধি ও করোনা প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো নিয়মগুলি মেনে চলুন।”

হাসপাতালে রোগী, স্বাস্থ্য়কর্মী ও সাধারণ মানুষ যেন মাস্কের ব্যবহার করেন, তার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বৈঠকে উপস্থিত স্বাস্থ্যকর্তাদের করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর কথাও বলেন। করোনা মোকাবিলায়  করোনা পরীক্ষা, সংক্রমণ নির্ণয়, চিকিৎসা, টিকাকরণ ও করোনাবিধি মেনে চলা- এই পাঁচ স্তরের স্বাস্থ্য়বিধি অনুসরণের পরামর্শও দেন তিনি।

দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?