PM Modi-Rishi Sunak: জড়িয়ে ধরে সুনককে স্বাগত, মোদীকে ‘অত্যন্ত সহৃদয় ও আন্তরিক’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

G-20 Summit: এ দিন জি-২০ সভাস্থলে পৌঁছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেন, "আশা করছি আগামী কয়েকদিন আমাদের মধ্যে আলোচনা হবে এবং চুক্তি স্বাক্ষর হবে।"

PM Modi-Rishi Sunak: জড়িয়ে ধরে সুনককে স্বাগত, মোদীকে 'অত্যন্ত সহৃদয় ও আন্তরিক' বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আলিঙ্গন প্রধানমন্ত্রী মোদীর।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2023 | 5:44 PM

নয়া দিল্লি: জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। শনিবার সকালেই তিনি জি-২০-র সভাস্থল, প্রগতি ময়দানের ভারত মন্ডপমে আসেন। তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিমুখে দুই রাষ্ট্রনেতা একে অপরকে সম্ভাষণ করেন। এরপরে বেশ কিছুক্ষণ তাঁদের মধ্য়ে আলোচনাও হয়। জি-২০ সম্মেলনে যোগ দিয়ে ঋষি সুনক বলেন, “জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করার জন্য সঠিক সময়ে সঠিক দেশ হল ভারত।”

এ দিন জি-২০ সভাস্থলে পৌঁছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেন, “আশা করছি আগামী কয়েকদিন আমাদের মধ্যে আলোচনা হবে এবং চুক্তি স্বাক্ষর হবে। মোদীজি ও আমি-উভয়ই দুই দেশের মধ্যে বাণিজ্য় চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী। বাণিজ্য চুক্তি যথেষ্ট সময়সাপেক্ষ বিষয়। দুই দেশের সম্মতির যেমন প্রয়োজন, তেমনই মিলিতভাবে কাজ করতে হয়। আমরা অনেক উন্নতি করেছি, সামনে আরও দীর্ঘ ও কঠিন পথ রয়েছে, সেই লক্ষ্য পূরণ করতে হবে।”

modi sunak

কথা হল দুই রাষ্ট্রনেতার মধ্যে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আতিথেয়তার প্রশংসা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক বলেন, “প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত সদয় ও আন্তরিক। দুই দেশের সামগ্রিক উন্নতির লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা দুজনই মনে করি যে মিলিতভাবে কাজ করলে উন্নতি সম্ভব। জি-২০ সম্মেলন যাতে সফল হয়, তার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করতে প্রস্তুত।”