Vande Bharat Express: নতুন ৪ রুটের বন্দে ভারত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কোথায় কোথায় যাতায়াতে সুবিধা হবে?

Vande Bharat Express Route: এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলাম-বেঙ্গালুরু রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। নতুন এই সেমি হাই-স্পিড ট্রেনগুলি দেশের উন্নয়নে সাহায্য করবে বলেই তিনি উল্লেখ করেন।

Vande Bharat Express: নতুন ৪ রুটের বন্দে ভারত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কোথায় কোথায় যাতায়াতে সুবিধা হবে?
নতুন বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit source: PTI

|

Nov 08, 2025 | 12:29 PM

বারাণসী: প্রধানমন্ত্রীর উপহার। দেশে আরও চারটি রুটে চালু হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বারাণসী থেকে চারটি নতুন রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। তিনি বলেন যে এটা উন্নয়নের উৎসব।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলাম-বেঙ্গালুরু রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। নতুন এই সেমি হাই-স্পিড ট্রেনগুলি দেশের উন্নয়নে সাহায্য করবে বলেই তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, “অধিকাংশ দেশেই উন্নয়নে পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখনই ভাল সংযোগ বা যোগাযোগ ব্যবস্থা তৈরি হলেই ওই শহরের উন্নয়ন শুরু হয়। পরিকাঠামো শুধুমাত্র বড় বড় ব্রিজ আর হাইওয়েতেই সীমাবদ্ধ নয়।”

যেহেতু দেশের বিভিন্ন তীর্থস্থানকে জুড়েছে, সে কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ট্রেন শুধুমাত্র ঐতিহ্যবাহী শহরগুলিকেই জোড়েনি, একইসঙ্গে উন্নয়নেও গতি এনেছে। বিগত ১১ বছরে উত্তর প্রদেশের উন্নয়ন অর্থনীতিকে শক্তিশালী করেছে। গত বছর ১১ কোটি পুণ্যার্থী বাবা বিশ্বনাথের দর্শন করেছেন, ৬ কোটিরও বেশি ভক্ত রাম লালার দর্শন করেছেন। তাদের এই ভ্রমণ হাজার হাজার কোটি টাকা রাজ্যের অর্থনীতিতে যোগ করেছে।”

নতুন বন্দে ভারত ট্রেনের রুট-

বারাণসী-খাজুরাহো বন্দে ভারত-

মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিটেই উত্তর প্রদেশের বারাণসী থেকে পৌঁছে যাওয়া যাবে মধ্য প্রদেশের খাজুরাহোতে। বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট ও খাজুরাহোতে যাতায়াতে সুবিধা হবে এই ট্রেনে।

লখনউ-সাহারানপুর বন্দে ভারত-

৭ ঘণ্টা ৪৫ মিনিটে লখনউ থেকে সাহারানপুরে পৌঁছানো যাবে। সীতাপুর, শাহজাহানপুর, বরৈলি, মোরাদাবাদ, বিজনৌরে দাঁড়াবে এই ট্রেন। হরিদ্বার যাওয়ারও সুবিধা হবে এই রুটে।

ফিরোজপুর-দিল্লি বন্দে ভারত-

এই রুটে এটাই দ্রুততম ট্রেন হতে চলেছে। মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিটে পৌঁছে দেবে এই বন্দে ভারত এক্সপ্রেস। দিল্লি ও পঞ্জাবের গুরুত্বপূর্ণ স্টেশন, ফিরোজপুর, ভাটিন্ডা ও পাটিয়ালাকে জুড়বে।

এরনাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত-

দক্ষিণে এরনাকুলাম থেকে বেঙ্গালুুরু যাওয়ার সময় দুই ঘণ্টারও বেশি কমে যাবে এই বন্দে ভারতের দৌলতে। ৮ ঘণ্টা ৪০ মিনিটে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে।