PM Modi on GST: কথা রাখলেন প্রধানমন্ত্রী মোদী, উৎসবের মরশুমে সাধারণ মানুষের কমালেন খরচ

GST Reform: বুধবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন যে জিএসটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবার থেকে জিএসটিতে মাত্র দুটি স্ল্যাব থাকবে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। ১২ শতাংশ ও ২৮ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হচ্ছে।

PM Modi on GST: কথা রাখলেন প্রধানমন্ত্রী মোদী, উৎসবের মরশুমে সাধারণ মানুষের কমালেন খরচ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Sep 04, 2025 | 6:47 AM

নয়া দিল্লি: কথা দিয়ে কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। স্বাধীনতা দিবসেই লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন জিএসটিতে সংস্কারের কথা। প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিপাবলীতে এই জিএসটি সংস্কার সাধারণ মানুষের জন্য বড় উপহার হতে চলেছে। সেই প্রতিশ্রুতি মতোই ঘোষণা। তুলে দেওয়া হল জিএসটির দুটি স্ল্যাব। ২৮ শতাংশ ও ১২ শতাংশের জিএসটি তুলে নেওয়া হল। ৩ সেপ্টেম্বরই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এই সিদ্ধান্তকে ‘আগামী প্রজন্মের জিএসটি’ পরিবর্তন বলে উল্লেখ করেছেন।

জিএসটি কাউন্সিলের তরফে জিএসটির স্ল্যাবে পরিবর্তনের ঘোষণা করতেই এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন, “স্বাধীনতা দিবসের ভাষণে আমি বলেছিলাম যে আমাদের লক্ষ্য হল জিএসটিতে পরবর্তী প্রজন্ম পরিবর্তন আনা। কেন্দ্রীয় সরকার একটি বিস্তীর্ণ জিএসটি হার বিভাজন ও প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাবনা এনেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ করবে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।”

তিনি আরও লেখেন, “জিএসটি কাউন্সিলের কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা সম্মিলিতভাবে এই প্রস্তাবনায় রাজি হয়েছেন। এতে সাধারণ মানুষ, কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মধ্যবিত্ত মানুষ, মহিলা ও যুব প্রজন্ম উপকৃত হবে। এই বিশাল পরিবর্তন নাগরিকদের জীবনযাত্রা উন্নত করবে এবং ব্যবসা করতে, বিশেষ করে ছোট ব্যবসায়ী ও বিক্রেতাদের আরও সুবিধা করে দেবে।”

প্রসঙ্গত, বুধবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন যে জিএসটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবার থেকে জিএসটিতে মাত্র দুটি স্ল্যাব থাকবে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। ১২ শতাংশ ও ২৮ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হচ্ছে। এর ফলে এই স্ল্যাবগুলিতে থাকা পণ্যের দাম অনেকটাই কমে যাবে। তুলে নেওয়া হয়েছে স্বাস্থ্য ও জীবনবিমাতেও প্রিমিয়ামে জিএসটি। ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হচ্ছে।