PM Modi: ‘সরল ও পরিশ্রমী ছিলেন’, বিজয় রূপাণীর পরিবারের সঙ্গে দেখা করে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিতে ডুব দিলেন মোদী
PM Modi: লন্ডনে স্ত্রী-মেয়ের কাছে যাচ্ছিলেন বছর আটষট্টির বিজয় রূপাণী। তবে গতকাল এয়ার ইন্ডিয়ার ওই বিমানে যাওয়ার কথাই ছিল না তাঁর। গত ৫ জুন স্ত্রী-মেয়ের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু লুধিয়ানা পশ্চিমের উপনির্বাচন নিয়ে কাজে ব্যস্ত থাকায় লন্ডনে যাওয়ার দিন পিছিয়ে দেন তিনি।

আহমেদাবাদ: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শোকস্তব্ধ পরিজনদের সঙ্গে শুক্রবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সমবেদনা জানালেন। বিজয় রূপাণীর সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরিশ্রমী নেতা বলে বর্ণনা করেন মোদী।
এদিন আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। হাসপাতালে যান। এর পাশাপাশি রূপাণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, “বিজয়ভাই রূপাণীর পরিবারের সঙ্গে দেখা করলাম। এটা অকল্পনীয় যে বিজয়ভাই আমাদের মধ্য়ে নেই। আমি তাঁকে কয়েক দশক ধরে চিনি। কঠিন সময়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। সহজ এবং সরল প্রকৃতির বিজয়ভাই পরিশ্রমী মানুষ ছিলেন। দলের আদর্শের প্রতি তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। একজন সাধারণ দলের সৈনিক থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সংগঠনের বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।” বিজয় রূপাণী একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন। গুজরাটের বিজেপির সভাপতি এবং রাজকোট পৌরনিগমেরও দায়িত্ব সামলেছেন। দক্ষতার সঙ্গে তিনি সেইসব দায়িত্ব পালন করেছেন বলে এক্স হ্যান্ডলে লেখেন প্রধানমন্ত্রী।
গতকাল লন্ডনে স্ত্রী-মেয়ের কাছে যাচ্ছিলেন বছর আটষট্টির বিজয় রূপাণী। তবে গতকাল এয়ার ইন্ডিয়ার ওই বিমানে যাওয়ার কথাই ছিল না তাঁর। গত ৫ জুন স্ত্রী-মেয়ের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু লুধিয়ানা পশ্চিমের উপনির্বাচন নিয়ে কাজে ব্যস্ত থাকায় লন্ডনে যাওয়ার দিন পিছিয়ে দেন তিনি।
বিজয় রূপাণীর ছোট ছেলে পুজিতও এক দুর্ঘটনাতে প্রাণ হারান। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী ও তাঁর স্ত্রী অঞ্জলি মিলে একটি ট্রাস্ট খোলেন, যা আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলা ও শিশুদের নানাভাবে সহায়তা করে।

