Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narerndra Modi: ‘ভারত বিশ্বমিত্র হিসাবে নিজের জায়গা বানিয়েছে’, কারণ ব্যাখ্যা প্রধানমন্ত্রী মোদীর

Biswamitra: ভারতের বিশ্বমিত্র হয়ে ওঠার পিছনে দেশের সংস্কৃতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, "ভারত বিশ্বমিত্র হিসাবে নিজের জায়গা বানিয়েছে। তার প্রধান কারণ, আমাদের সংস্কৃতি। বেদ, বিবেকানন্দ থেকে সেটা পেয়েছি। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র বিশ্বকে জুড়ছে।"

PM Narerndra Modi: 'ভারত বিশ্বমিত্র হিসাবে নিজের জায়গা বানিয়েছে', কারণ ব্যাখ্যা প্রধানমন্ত্রী মোদীর
পুরানো সংসদ ভবনে শেষ ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 6:21 PM

নয়া দিল্লি: আজ ভারত বিশ্বমিত্র রূপে পরিণত হয়েছে। সোমবার পুরানো সংসদ ভবনে শেষ অধিবেশনের ব্কতৃতায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘বিশ্বমিত্র’ শব্দটির ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ পুরো বিশ্ব ভারতকে মিত্র (বন্ধু) হিসাবে খুঁজছে। সমগ্র বিশ্ব ভারতের মিত্রতা অনুভব করছে।” ভারত কীভাবে ‘বিশ্বমিত্র’ হয়ে উঠল, সেটাও ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী (PM Narerndra Modi)।

ভারত বরাবরই সমস্ত দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। যখন যে দেশ বিপর্যয়ের মুখে পড়েছে, তখন সেই দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ইতিহাস যেমন এই ঘটনার সাক্ষী হয়েছে, বর্তমানও এর ব্যতিক্রম নয়। তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়া থেকে শুরু করে হিংসা কবলিত দেশে গিয়েও সেখানকার নিরীহ মানুষদের উদ্ধার করার কাজে এগিয়ে গিয়েছে। দুর্গতদের উদ্ধার করতে নিজেদের প্রাণ বাজি রাখতেও পিছুপা হয়নি ভারতীয় জওয়ানেরা। সম্প্রতি জি-২০ সামিটের মঞ্চেও ভারতের বন্ধুত্বপরায়ণ ছবি ফুটে উঠেছে। ভারতের উদ্যোগেই জি-২০ জোটের স্থায়ী সদস্যপদ পেয়েছে আফ্রিকান ইউনিয়ন। তাই এদিন বিভিন্ন ইতিহাসের সাক্ষ্যবহ পুরানো সংসদ ভবনে দাঁড়িয়ে ভারতকে ‘বিশ্বমিত্র’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের বিশ্বমিত্র হয়ে ওঠার পিছনে দেশের সংস্কৃতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “ভারত বিশ্বমিত্র হিসাবে নিজের জায়গা বানিয়েছে। তার প্রধান কারণ, আমাদের সংস্কৃতি। বেদ থেকে বিবেকানন্দ থেকে আমরা সেই সংস্কৃতি পেয়েছি। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র আজ গোটা বিশ্বকে জুড়ছে।”

প্রধানমন্ত্রী হওয়ার পরই নরেন্দ্র মোদী ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির উপর জোর দেন। এই মন্ত্রের উপর ভিত্তি করে দেশের প্রতিটি কোণায়-কোণায় উন্নয়ন, সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে মহিলাদের উন্নয়ন না হলে দেশের অগ্রগতি যে সম্ভব নয়, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালই বুঝেছিলেন। তাই দেশের দায়িত্বভার নেওয়ার পরই তিনি মহিলাদের ক্ষমতায়নে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর মতো প্রকল্প চালু করেন। এছাড়া সকলের জন্য জন-ধন অ্যাকাউন্ট থেকে কৃষক-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন।