PM Narendra Modi: ‘আশার আলো মুক্ত বাণিজ্য চুক্তি’, বাজেটের আগেই সাংসদদের বড় বার্তা প্রধানমন্ত্রীর

Budget Session in Parliament: প্রধানমন্ত্রী মোদী বলেন, "এই সরকারের পরিচয়ই হল রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম। আমরা রিফর্ম ও পারফর্ম করেছি। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদে ট্রান্সফর্ম করব। দেশ এখন লং টার্ম প্রবলেম থেকে বেরিয়ে লং টার্ম সলিউশনের দিকে এগোচ্ছে।"

PM Narendra Modi: আশার আলো মুক্ত বাণিজ্য চুক্তি, বাজেটের আগেই সাংসদদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
সংসদের বাইরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: TV9 বাংলা

|

Jan 29, 2026 | 11:18 AM

নয়া দিল্লি: শুরু হয়েছে বাজেট অধিবেশন। আজ অধিবেশনের দ্বিতীয় দিন। আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে প্রথা মতো বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি বলেন-

  1. আজ যেভাবে দেশ এগোচ্ছে, তা এখন সমাধানের সময়। আজ সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার সময়। আমি সাংসদদের কাছে আবেদন করব যে এগিয়ে আসুন। রাষ্ট্রের জন্য সমাধানের কাজ করি, সিদ্ধান্তকে বাস্তবায়িত করার কাজে গতি দিই।
  2. গণতন্ত্রে বিরোধিতা স্বাভাবিক। তবে এই কথা সবাই বলে যে এই সরকার শেষ মুহূর্তে ডেলিভারির উপরে বিশেষ জোর দিয়েছে। আমাদের পরম্পরা আরও এগিয়ে নিয়ে যাব। ভারতের গণতন্ত্র ও জনবিন্যাস গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা।
  3. এই সরকারের পরিচয়ই হল রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম। আমরা রিফর্ম ও পারফর্ম করেছি। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদে ট্রান্সফর্ম করব। দেশ এখন লং টার্ম প্রবলেম থেকে বেরিয়ে লং টার্ম সলিউশনের দিকে এগোচ্ছে। আমাদের প্রতিটা সিদ্ধান্ত মানুষ কেন্দ্রিক। আমরা প্রযুক্তির সঙ্গে মানব কেন্দ্রিক ব্যবস্থাকেও সমান গুরুত্ব দেব।
  4. আত্মনির্ভর ভারত আশার কিরণ। এই অর্থবর্ষের শুরুতেই ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য নীতি সাক্ষর হয়েছে। এই মুক্ত বাণিজ্য নীতি আত্মনির্ভর ভারত। এই বাণিজ্য নীতি দেশের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে ম্যানুফাকচারারদের। আপনাদের সামনে অনেক বড় দরজা খুলে গিয়েছে। এটা খুব ভাল সুযোগ। আমাদের গুণমানের উপরে জোর দিতে হবে কারণ এই গুণমানের জোরেই সকলের মন জিতে নেওয়া যায় এবং দশকের পর দশক ধরে ওই পণ্যে বিশ্বাস থাকে। এই কারণে ২৭টি দেশের সঙ্গে হওয়া এই চুক্তি আমাদের দেশের কৃষক, মৎসজীবীদের জন্য নানা সুযোগ সুবিধা আনবে।
  5. ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের যাত্রা শুরু হচ্ছে। আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ। এই শতাব্দীর দ্বিতীয় অংশের প্রথম বাজেট এটা। নির্মলা সীতারামন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি সংসদে টানা ৯বার বাজেট পেশ করবেন।
  6. গতকাল সকল সাংসদের জন্য পথ প্রদর্শনকারী বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি। এই অধিবেশনের শুরুতে এবং ২০২৬ সালের শুরুতে সাংসদদের কাছ থেকে বিভিন্ন প্রত্যাশা রেখেছেন। আমার পূর্ণ বিশ্বাস, সকল সাংসদ তাঁর বক্তব্যকে গুরুত্ব দিয়ে শুনেছে এবং তা পূরণ করতে কাজ করবে। এটা বাজেট অধিবেশন।