
নয়া দিল্লি: ১০০ টাকার কয়েনের উন্মোচন প্রধানমন্ত্রীর হাতে। এই প্রথম ভারতীয় মুদ্রায় স্থান পেল ভারত মাতা। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে বিশেষ স্মারক কয়েন ও ডাকটিকিটের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দেশের গঠনে আরএসএসের অবদান তুলে ধরা হয়েছে এই ডাকটিকিট ও কয়েনের মাধ্যমে।
১০০ টাকার কয়েনে একদিকে যেমন রয়েছে জাতীয় স্তম্ভ, অন্যদিকে রয়েছে বরদ মুদ্রায় ভারতমাতা, যিনি সিংহে অধিষ্ঠিত। ভারতমাতার সামনে মাথা নত করে প্রণাম করছেন স্বয়ংসেবকরা।
এই বিশেষ কয়েনে তুলে ধরা হয়েছে আরএসএসের মন্ত্র, “রাষ্ট্র সহা, ইদম রাষ্ট্র, ইদম না মম”, যার অর্থ হল “দেশের জন্য সবকিছু উৎসর্গ, সবকিছু দেশের, আমার কিছু নয়”।
প্রধানমন্ত্রী এই কয়েনের উদ্বোধন করে বলেন, “স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার ছবি ভারতীয় মুদ্রায় স্থান পেল, যা অত্যন্ত গর্বের এবং এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।”
এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সংস্কৃতি মন্ত্রকের তরফে। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত যোগ দিয়েছিলেন।