PM Narendra Modi: ‘আমাদের একতা নষ্ট, জনবিন্যাস বদলে ফেলার ষড়যন্ত্র হচ্ছে’, বড় দাবি প্রধানমন্ত্রীর
RSS Centenary Event: প্রধানমন্ত্রী বলেন, "বৈচিত্রের মধ্যে ঐক্য হল এই দেশের আত্মা। যদি জাত, ধর্ম, ভাষা নিয়ে চরমপন্থী চিন্তাভাবনার মোকাবিলা না করা হয়, তবে তা দেশকে দুর্বল করে দেবে। সামাজিক সমতার অর্থ হল সামাজিক ন্যায়বিচার। পিছিয়ে পড়া শ্রেণিকে অগ্রগণ্যতা দিয়ে এবং জাতীয় ঐক্যকে প্রধান গুরুত্ব দিয়ে এই ন্যয়বিচার সম্ভব।"

নাগপুর: দেশের একতা বিনষ্টের চেষ্টা চলছে। মহানবমীতে বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই তিনি বলেন যে দেশ নতুন চ্যালেঞ্জের সঙ্গে লড়ছে। দেশের একতা নষ্ট এবং জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।
এদিন আরএসএসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, ঐক্য দেশের সর্ববৃহৎ সংকল্প হওয়া উচিত। তিনি বলেন, “আমাদের একতা ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে। আভ্যন্তরীণ ও বহিঃপ্রতিবন্ধকতার সঙ্গে লড়ছি আমরা।”
অনুপ্রবেশ ও বৈদেশিক শক্তি দীর্ঘ সময় ধরেই দেশের একতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তবে আজকের সবথেকে বড় চ্যালেঞ্জ হল জনবিন্যাস পরিবর্তন যা সামাজিক সমতাকে পরিবর্তন করছে। প্রধানমন্ত্রী বলেন, “বৈচিত্রের মধ্যে ঐক্য হল এই দেশের আত্মা। যদি জাত, ধর্ম, ভাষা নিয়ে চরমপন্থী চিন্তাভাবনার মোকাবিলা না করা হয়, তবে তা দেশকে দুর্বল করে দেবে।”
তিনি বলেন, “সামাজিক সমতার অর্থ হল সামাজিক ন্যায়বিচার। পিছিয়ে পড়া শ্রেণিকে অগ্রগণ্যতা দিয়ে এবং জাতীয় ঐক্যকে প্রধান গুরুত্ব দিয়ে এই ন্যয়বিচার সম্ভব। আজকের দিনে এমন সঙ্কট তৈরি হচ্ছে যা আমাদের একতা, সংস্কৃতি ও নিরাপত্তাকে সরাসরি আক্রমণ করছে। আজ অনুপ্রবেশের থেকেও জনবিন্যাসের পরিবর্তন সামাজিক সমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। অন্য দেশের উপরে অর্থনৈতিক নির্ভরশীলতা আমাদের দেশের একতাকে ভাঙার ষড়যন্ত্র। আমাদের জনবিন্যাস বদলে ফেলার ষড়যন্ত্র হচ্ছে।”
তবে কেন্দ্রীয় সরকার এই সকল প্রতিবন্ধকতারই দক্ষতার সঙ্গে মোকাবিলা করছে বলে জানান প্রধানমন্ত্রী। সরকারের কাজে তিনি অত্যন্ত সন্তুষ্ট বলেও জানান।
