AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপে প্রধানমন্ত্রী, করলেন আরতি, সোশ্যাল মিডিয়ায় নমো লিখলেন…

PM Narendra Modi visits Durga Pandal: ২ দিন আগে 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, “কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের চেষ্টায় কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর তালিকায় জায়গা পেয়েছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি যদি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়, বিশ্ব সেগুলি সম্পর্কে জানবে। সেগুলি বুঝতে পারবে ও অংশগ্রহণ করতে এগিয়ে আসবে।”

PM Modi: চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপে প্রধানমন্ত্রী, করলেন আরতি, সোশ্যাল মিডিয়ায় নমো লিখলেন...
চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: X handle
| Updated on: Sep 30, 2025 | 11:14 PM
Share

নয়াদিল্লি: দুর্গাপুজোয় মেতে উঠেছে আম বাঙালি। বাংলা ছাড়িয়ে ভারতের বিভিন্ন প্রান্তেও ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। মেতে ওঠেন সবাই। এবার মহাষ্টমীতে দুর্গা মণ্ডপে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মঙ্গলবার দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপে যান তিনি। আরতিও করেন।

চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপ পরিদর্শনের পর এক্স হ্যান্ডলে ইংরেজি ও বাংলায় তিনি লেখেন, “আজ মহা অষ্টমীর পুণ্যদিনে, আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক, বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ ও কল্যাণের জন্যে প্রার্থনা করেছি আমি।”

বছর চারেক আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ তকমা পেয়েছে। কেন্দ্রের চেষ্টাতেই এই স্বীকৃতি মিলেছে বলে ২ দিন আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের চেষ্টায় কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর তালিকায় জায়গা পেয়েছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি যদি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়, বিশ্ব সেগুলি সম্পর্কে জানবে। সেগুলি বুঝতে পারবে ও অংশগ্রহণ করতে এগিয়ে আসবে।”

এরপর এদিন চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। তাঁর সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। এদিকে, এদিন কলকাতায় দুটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুটি পুজো মণ্ডপে এবার ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয়কে তুলে ধরা হয়েছে। দুর্গা মণ্ডপ পরিদর্শনের পর একাধিক পরিযায়ী শ্রমিকের সঙ্গেও কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।