PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত অযোধ্যা, একনজরে নমো-র ঝটিকা সফর-সূচি

PM Modi's visit in Ayodhya: রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো স্মরণীয় করে রাখতে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, কলকাতা, বেঙ্গালুরু, দেরাদুন, উত্তরাখণ্ড ও দিল্লি থেকে ফুল আনা হয়েছে। প্রধানমন্ত্রীর রোড শো রুটের মধ্যে ৫১টি জায়গা থেকে তাঁকে স্বাগত জানানো হবে।

PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত অযোধ্যা, একনজরে নমো-র ঝটিকা সফর-সূচি
প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত অযোধ্যা।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Updated on: Dec 29, 2023 | 11:28 PM

অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। তার আগে ৩০ ডিসেম্বর, শনিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন রূপে বিমানবন্দর, রেলস্টেশন উদ্বোধনের পাশাপাশি অযোধ্যাবাসীকে ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের উপহার দেবেন তিনি। তাই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে অযোধ্যা। শনিবার অযোধ্যা ধামে ১৫কিলোমিটার দীর্ঘ রোড শো করবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে স্বাগত জানাতে সেই রোড শোতেও বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। রামনগরীতে প্রায় ৩ ঘণ্টার বেশি সময় কাটাবেন প্রধানমন্ত্রী মোদী। একনজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রীর অযোধ্যা সফর-সূচি

জানা গিয়েছে, শনিবার ১০টা ৫০ মিনিটে অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য-সহ অন্য মন্ত্রীরা। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি রোড শো করে অযোধ্যা রেলস্টেশনের উদ্দেশে রওনা দেবেন। একেবারে বিমানবন্দরের ৩ নম্বর গেট থেকে NH-২৭, ধরমপথ এবং রামপথ ধরে ১৫ কিলোমিটার দীর্ঘ রোড শো করে বেলা সাড়ে ১১টা নাগাদ অযোধ্যা স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রায় আধ ঘণ্টা থাকবেন তিনি।

প্রধানমন্ত্রীর রোড শোয়ে বেদমন্ত্র পাঠ ৫০০ বৈদিক শিক্ষার্থীর

রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো স্মরণীয় করে রাখতে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, কলকাতা, বেঙ্গালুরু, দেরাদুন, উত্তরাখণ্ড ও দিল্লি থেকে ফুল আনা হয়েছে। প্রধানমন্ত্রীর রোড শো রুটের মধ্যে ৫১টি জায়গা থেকে তাঁকে স্বাগত জানানো হবে। যার মধ্যে ১২টি স্থানে সাধু-সন্তরা তাঁকে অভ্যর্থনা জানাবেন। এছাড়া রোড শো চলাকালীন সাধু-সন্ত থেকে অযোধ্যার মানুষ, বৈদিক শিক্ষার্থীরা শঙ্খ বাজিয়ে, বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাবেন। মোট ২১টি সংস্কৃত বিদ্যালয়ের ৫০০ বৈদিক শিক্ষার্থী বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে নমো-র রোড শো বিশেষ করে তুলবে। রেলওয়ে স্টেশন, বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি অযোধ্যা থেকেই প্রধানমন্ত্রী মোদী ৬টি বন্দে ভারত এবং দুটি অমৃত ভারত-সহ ৮টি ট্রেনের ভার্চুয়ালি সূচনা করবেন।

১৬০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন হবে

রেলস্টেশনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা সাড়ে ১২টায় অযোধ্যা বিমানবন্দরে আসবেন। গোটা বিমানবন্দর পরিদর্শন করে সেটির দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী। তারপর বিমানবন্দর সংলগ্ন মাঠে জনসভায় বক্তৃতা দেবেন তিনি। সেই সময়ই ১৬০০ কোটি টাকার প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে রয়েছে রামপথ, ধরম পথ, ভক্তি পথ এবং রাম জন্মভূমি হাইওয়ে থেকে NH-২৭ বাইপাস এবং বাদি বুয়া রেলওয়ে ওভারব্রিজ। এরপর দুপুর ২টো নাগাদ দিল্লি ফিরে আসবেন প্রধানমন্ত্রী মোদী।