PM Narendra Modi: দাউদি বোহরা সম্প্রদায়কে বিশেষ বার্তা, মিশরে আল হাকিম মসজিদ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদী

PM Narendra Modi visit in Egypt: মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল-সিসির আমন্ত্রণেই দু-দিনের মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৭ সালের পর এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে যাচ্ছেন।

PM Narendra Modi: দাউদি বোহরা সম্প্রদায়কে বিশেষ বার্তা, মিশরে আল হাকিম মসজিদ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদী
মিশর সফরে শতাব্দী প্রাচীন মসজিদ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2023 | 3:45 PM

কায়রো: মার্কিন সফর শেষ করে ২৩ জুন, শনিবারই মিশর উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এটাই তাঁর প্রথম মিশর (Egypt) সফর। আর প্রথম সফরেই কায়রোয় অবস্থিত ১১ শতকের পুরোনো আল হাকিম মসজিদ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী মোদী। যা ভারতের দাউদি বোহরা (Dawoodi Bohra) সম্প্রদায়কে এক বিশেষ বার্তা দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মিশরের পর্যটন ও পুরাতত্ত্ব মন্ত্রক সূত্রে খবর, সংস্কারের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল শতাব্দী প্রাচীন আল হাকিম মসজিদটি। দীর্ঘ ৬ বছর পর সম্প্রতি সেটি চালু হয়েছে। দাউদি বোহরা সম্প্রদায়ের কাছে আল হাকিম মসজিদ অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই নরেন্দ্র মোদীর সঙ্গে দাউদি বোহরা সম্প্রদায়ের এক গভীর সম্পর্ক রয়েছে। ২০১১ সালে দাউদি বোহরা সম্প্রদায়ের প্রধান সিইদনা বুরহানুদ্দিনের ১০০ তম জন্মদিনেও নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তারপর ২০১৪ সালে বুরহানুদ্দিনের প্রয়াণে তাঁর ছেলে সইদনা মুফাদ্দাল সইফুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নরেন্দ্র মোদী মুম্বইয়ে যান এবং শোকজ্ঞাপন করেন। এবার মিশর সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর আল হাকিম মসজিদ পরিদর্শন যে দাউদি বোহরা সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে বিশেষ বার্তা দেবে, তা বলা বাহুল্য।

জানা গিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল-সিসির আমন্ত্রণেই দু-দিনের মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৭ সালের পর এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে নরেন্দ্র মোদীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশর সফরে প্রথমেই শতাব্দী প্রাচীন আল হাকিম মসজিদ পরিদর্শনে যাবেন। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের সময় মিশরের জন্য যে ভারতীয় সেনারা প্রাণ দিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে হেলিওপোলিস ওয়ার সিমেটেরি-তে যাবেন প্রধানমন্ত্রী। তারপর বিভিন্ন ক্ষেত্রে ভারত-মিশর দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। তবে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে মিশরের বিদেশ সচিব সহ অন্যান্যদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। এছাড়া প্রবাসী ভারতীয়দের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর আলাপচারিতা করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর কেবল দাউদি বোহরা সম্প্রদায় নয়, মিশরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতেও সাহায্য করবে বলে আশাবাদী মিশরের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াতরা। তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে, প্রধানমন্ত্রী মোদীর এই সফর কেবল ভারত ও মিশরের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হবে না, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে এবং নতুন ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করতে সহায়তা করবে।” আসন্ন জি-২০ সামিটে ভারত ইতিমধ্যে বিশেষ অতিথি হিসাবে মিশরকে আমন্ত্রণ জানিয়েছে বলেও উল্লেখ করেন কোয়াতরা।

কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?