Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়ে প্রকাশিত বই এক অনন্য যাত্রার গল্প
PM Modi's book: দেশবাসীর মনের কথা শুনতে এবং দেশ ও দেশবাসী সম্পর্কে নিজের ভাবনার কথা তুলে ধরতে 'মন কি বাত' (Mann ki Baat) শুরু করেন তিনি। প্রতি মাসের একটি রবিবার আকাশবাণীতে এই অনুষ্ঠান হয়। চলতি বছরের এপ্রিলে 'মন কি বাত' ১০০ তম পর্ব সম্পূর্ণ করে। এবার সেই দীর্ঘ যাত্রাপথ নিয়ে বই প্রকাশিত হল।
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী হওয়ার পরই দেশবাসীর কাছাকাছি পৌঁছতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাই দেশবাসীর মনের কথা শুনতে এবং দেশ ও দেশবাসী সম্পর্কে নিজের ভাবনার কথা তুলে ধরতে ‘মন কি বাত’ (Mann ki Baat) শুরু করেন তিনি। প্রতি মাসের একটি রবিবার আকাশবাণীতে এই অনুষ্ঠান হয়। চলতি বছরের এপ্রিলে ‘মন কি বাত’ ১০০ তম পর্ব সম্পূর্ণ করে। এবার সেই দীর্ঘ যাত্রাপথ নিয়ে বই প্রকাশিত হল। বইটির নাম, ‘ইগনিটিং কালেক্টিভ গুডনেস: মন কি বাত @ ১০০’ (Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100)। এই বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের এক ‘অনবদ্য যাত্রা’ এবং ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে আলোচিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এই বইটির বিষয়বস্তু তুলে ধরে সকলকে এটি পড়ার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানান, এই বইতে জনগণ এবং প্রধানমন্ত্রীর মধ্যে মনোমুগ্ধকর সংলাপ তুলে ধরা হয়েছে। আবেগ ও মানবিকতার সঙ্গে মাতৃভূমিকে সেবা করা এবং দেশের প্রতিটি নাগরিকের সর্বোত্তম মঙ্গল করতে প্রধানমন্ত্রীর চেষ্টার সুক্ষ্ম প্রতিফলন এই বইতে তুলে ধরা হয়েছে।
View this post on Instagram
গত মঙ্গলবার ‘ব্লু ক্র্যাফ্ট’ প্রকাশনা সংস্থার তরফে প্রকাশিত হয়েছে ‘Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100’ বইটি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্বের ‘মাইলফলকের নজির’ বলে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্লু ক্র্যাফ্ট প্রকাশনা সংস্থাকে অভিননন্দন জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশবাসীর এক অনন্য যাত্রার গল্প তুলে ধরা হয়েছে এই বইতে। মোদীজি কীভাবে তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে দেশবাসীকে অনুপ্রাণিত করেছেন এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষেরা নতুন করে লক্ষ্যে পৌঁছনোর অনুপ্রেরণা পেয়েছেন, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে বইটিতে। যুব ও তরুণ, যাঁরা তাঁদের জীবনকে বিশেষ লক্ষ্যে উন্নীত করতে চায়, তাঁদের বইটি অবশ্যই পড়া উচিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
The new book ‘Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100’ tells the story of a unique journey undertaken by our nation under the leadership of PM @narendramodi Ji. It sheds new light on how Modi Ji with the sheer power of his words rallied the nation behind common goals of… pic.twitter.com/gBMAEMgtcv
— Amit Shah (@AmitShah) October 17, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান দেশবাসীর সঙ্গে সংযোগ স্থাপনের এক ‘ব্যতিক্রমী পথ’ বলে টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটারে তিনি লিখেছেন, ‘মন কি বাত’ অনুষ্ঠানে আলাপচারিতার মাধ্যমে মোদীজি সম্মিলিত বক্তব্য তুলে ধরেন, যা আমাদের দেশকে একতসূত্রে বেঁধেছে। ‘নতুন ভারত’ গঠনে প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী ধারণাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেগুলি এই বইতে তুলে ধরা হয়েছে। তাই এই বইটি প্রত্যেকের পড়া উচিত, বিশেষত, যারা দেশের ভবিষ্যত নির্মাণ করবে, সেই তরুণদের জন্য এই বইটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন রাজনাথ সিং।
Received an advance copy of ‘Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100’, published by @bluekraft. The success of ‘Mann Ki Baat’ reflects PM Shri @narendramodi‘s exceptional connection with the people of India. Through his interactions, Modi ji has fostered a collective… pic.twitter.com/a80WTh9nMZ
— Rajnath Singh (@rajnathsingh) October 18, 2023
একইভাবে ‘মন কি বাত’-এর বইটি সংগ্রহ করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। আকাশবাণীতে ‘মন কি বাত’-এর ১০০ পর্ব সম্পূর্ণ করা এক ‘অনবদ্য যাত্রা’ বলে উল্লেখ করেছেন তিনি। দেশ গঠনে ছোট-ছোট স্ব-প্রণোদিত বিভিন্ন কাজ পিএমও ইন্ডিয়ার তরফে স্বীকৃতি পেয়েছে বলেও টুইটারে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
Received a copy of a book on “Mann Ki Baat.” Chronicles the remarkable journey of the @airnewsalerts which reached 100 episodes in April’23. Small, self-motivated good deeds of nation building have found recognition in the words of @PMOIndia, one Sunday each month. Indeed… pic.twitter.com/iESegwxOoc
— Nirmala Sitharaman (@nsitharaman) October 18, 2023