AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের আগে যোগীরাজ্যের উচ্চপদে মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ভোটের আগে যোগীরাজ্যের উচ্চপদে মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আমলা
ফাইল চিত্র
| Updated on: Jun 19, 2021 | 7:07 PM
Share

লখনউ: উত্তর প্রদেশ () বিজেপিতে উচ্চপদ পেলেন প্রাক্তন আমলা একে শর্মা। নির্বাচনমুখী যোগীরাজ্যে বিজেপির ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি। জল্পনা ছিল, উত্তর প্রদেশ বিধান পরিষদের সদস্য একে শর্মা মন্ত্রিত্ব পেতে পারেন যোগী ক্যাবিনেটে। তা না হয়ে বিজেপির সাংগঠনিক মঞ্চে বড় পদ পেলেন তিনি। মহামারিকালে ভাবমূর্তি নষ্ট হয়েছে যোগী আদিত্যনাথের।

গঙ্গায় মৃতদেহ ভাসা কিংবা অক্সিজেন সঙ্কটের মতো ক্ষেত্রে উত্তর প্রদেশের ভূমিকা নিয়ে চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই জল্পনাও চরমে উঠেছিল। সেই আবহেই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে আসেন জীতিন প্রসাদ।

কয়েকদিন আগে উত্তর প্রদেশে ‘ফিডব্যাক ড্রাইভ’ করেছে আরএসএস ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, ফের উত্তর প্রদেশে যেতে পারেন বিজেপি নেতা বিএল সন্তোষ ও রাধামোহন সিং। তবে উত্তর প্রদেশে আসন্ন নির্বাচন যোগী আদিত্যনাথকে মুখ করেই লড়তে পারে বিজেপি। এ কথাও জানা যাচ্ছে সূত্র মারফত। সেক্ষেত্রে ব্রাহ্মনদের মধ্যে যোগীর জনপ্রিয়তা বাড়ানোর কাজ করবেন জীতিন ও একে শর্মা। মোদীর সঙ্গে সখ্য রয়েছে একে শর্মার। কয়েকদিন আগে বারাণসীতে করোনা রোখার পরিকল্পনার কাজেও গিয়েছিলেন তিনি। তাই উত্তর প্রদেশ নির্বাচনে বড় ভূমিকা থাকবে একে শর্মার। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত অক্সিজেন জোগানের ‘নায়ক’ গুরুপ্রসাদ, শোক প্রকাশ মোদীর