POK: জঙ্গিদের পালাতে সাহায্য করছে পাক সেনা! সামনে এল লঞ্চপ্যাড ফাঁকা করার এক্সক্লুসিভ ছবি
POK: বিশেষজ্ঞদের একাধিক সূত্র মারফত পাওয়া খবর বলছে, এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে পাক সেনাঘাঁটির আড়ালে মূলত টার্গেট করা হয়েছিল লঞ্চপ্যাডগুলো। যে সব লঞ্চপ্যাডগুলোকে ব্যবহার করে জঙ্গি অনুপ্রবেশ ও জঙ্গি কার্যকলাপ চালানো হত।

বিশেষজ্ঞদের একাধিক সূত্র মারফত পাওয়া খবর বলছে, এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে পাক সেনাঘাঁটির আড়ালে মূলত টার্গেট করা হয়েছিল লঞ্চপ্যাডগুলো। যে সব লঞ্চপ্যাডগুলোকে ব্যবহার করে জঙ্গি অনুপ্রবেশ ও জঙ্গি কার্যকলাপ চালানো হত। পহেলগাঁও নৃশংসতার পরই বদলা নিতে প্রস্তুত ভারত। ভারত সরকারের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ছেড়ে কথা বলা হবে না। ইতিমধ্যেই ভারতের একাধিক কঠোর মনোভাব বুঝতে পেরেছে পাকিস্তান। এরকম একটি যুদ্ধকালীন আবহে সেই সময়ে থরহরিকম্প পাকিস্তান। ২০১৮-র পুনরাবৃত্তির ভয় পাচ্ছে তারা। ভারতীয় যুদ্ধবিমান যে কোনও সময়ে হানা দিতে পারে বলে আশঙ্কা করছে তারা। আর সে কারণেই পাক লঞ্চপ্য়াডগুলো ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে তারা। সেই এক্সক্লুসিভ ছবি এসেছে সামনে।
ইতিমধ্যেই পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে চলে যেতে হয়েছে। উপত্যকায় জারি রয়েছে প্রত্যাঘাত। তিন দিনে ১১ টার্গেটে হানা দিয়েছে ভারতীয় সেনা। উপত্যকায় জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। পহেলগাঁও হামলার পরই তৈরি হয় স্থানীয় জঙ্গিদের তালিকা। হামলাকারী তিন জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশির পাশাপাশি জঙ্গিদের বাড়িও গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।

