AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাথার দাম ৩ লক্ষ টাকা, দিল্লিতে লুকিয়ে ৩ ISIS জঙ্গি, চলছে জোর তল্লাশি

ISIS Terrorists In Delhi: পুনের আইএসআইএস মডিউল মামলায়, তাদের সন্ধান করছে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ। এই মামলায় দিল্লির যোগ আছে, জানতে পারার পরই এই অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। তিন জনের প্রত্যেকের নামে ৩ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

মাথার দাম ৩ লক্ষ টাকা, দিল্লিতে লুকিয়ে ৩ ISIS জঙ্গি, চলছে জোর তল্লাশি
মহম্মদ শাহনওয়াজ আলম ওরফে সফিউজ্জামা, রিজওয়ান আবদুল হাজি আলি এবং আবদুল্লাহ ফৈয়াজ Image Credit: Twitter
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 3:37 PM
Share

নয়া দিল্লি: রাজধানী দিল্লির রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আইএসআইএস সন্ত্রাসবাদীরা। সতর্ক করল দিল্লি পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাদের ধরার জন্য এক বড় মাপের অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের নাম – মহম্মদ শাহনওয়াজ আলম ওরফে সফিউজ্জামা ওরফে আবদুল্লাহ, রিজওয়ান আবদুল হাজি আলি এবং আবদুল্লাহ ফৈয়াজ। পুনের আইএসআইএস মডিউল মামলায়, তাদের সন্ধান করছে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ। এই মামলায় দিল্লির যোগ আছে, জানতে পারার পরই এই অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। তিন জনের প্রত্যেকের নামে ৩ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এই মামলার তদন্তে, এর আগে মধ্য দিল্লি এবং পুনের বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল, পুনে পুলিশ এবং এনআইএ। দেশের প্রায় ১০০টিরও বেশি জায়গায় অভিযান চালানো হয়। কিন্তু সন্ত্রাসবাদীরা ঘন ঘন তাদের অবস্থান পরিবর্তন করেছে। ফলে কাঙ্খিত সাফল্য আসেনি। তবে, তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, পুনেতে আইএসআইএস-এর স্লিপার সেলের আরও সদস্য লুকিয়ে রয়েছে।

গত জুলাই মাসে পুনেতেই পুলিশ হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল মহম্মদ শাহনওয়াজ আলম ওরফে শফি উজ্জামা। ১৭ জুলাই গভীর রাতে পুনের কোথরুদ এলাকায় এক মোটরসাইকেল চুরি করতে গিয়ে পুনে পুলিশের হাতে ধরা পড়েছিল সে। তাকে জেরা করার জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ। কিন্তু, সে পালিয়ে গিয়েছিল। পরে পুলিশ, ইমরান এবং ইউনুস নামে শাহনওয়াজের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল। জেরার সময় তারা এমন কিছু কথা বলেছিল, যা থেকে পুলিশের সন্দেহ হয়, তাদের সঙ্গে আইআইএস জঙ্গি গোষ্ঠীর কোনও যোগ রয়েছে। পরে এনআইএ এই মামলার তদন্ত শুরু করে। তাদের তদন্তে আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে যুবকদের সংযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহনওয়াজ পেশায় একজন খনি ইঞ্জিনিয়ার ছিল। পুনে থেকে সে পালিয়ে দিল্লিতে চলে এসেছিল। দক্ষিণ-পূর্ব দিল্লিতে এক ভুয়ো পরিচয়ে বসবাস করছিল। অন্য দুই সন্ত্রাসবাদীর মধ্যে আবদুল্লাহ ফৈয়াজের পুনের কোন্ধওয়া এলাকায় একটি ডায়পারের দোকান ছিল। যার জন্য সে ডায়পারওয়ালা নামেও পরিচিত। তবে, সেই দোকানে আসলে বিস্ফোরক যন্ত্র তৈরি ও পরীক্ষার গবেষণাগার চলত। অপর জঙ্গি, দিল্লিরই বাসিন্দা। রিজওয়ানের বাড়ি মধ্য দিল্লির দরিয়াগঞ্জে। এনআইএ আরও জানিয়েছে, আইআইএস-এর পুনে মডিউলের সদস্যদের লক্ষ্য ছিল ভারতে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর তার জন্য সন্ত্রাসবাদ ও হিংসা ছড়ানো। ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালানো।