Video: বিনা হেলেমেটে বাইক চালাচ্ছেন পুলিশকর্মী, পিছু ধাওয়া মহিলার

Mumbai Police: হেলমেট ছাড়া মোটরবাইক চালানো আইনত অপরাধ। বিনা হেলমেটে বাইক চালাতে দেখলেই পুলিশ জরিমানা করে। কিন্তু, পুলিশই যখন এই নিয়ম অমান্য করে? নিয়ম তো সকলের জন্য সমান। পুলিশও তার ঊর্ধ্বে নয়। আর এটাই চোখে আঙুল দিয়ে দেখালেন এক মহিলা। সাধারণ নাগরিক হয়ে পুলিশকর্মীকে 'জেরা' করার সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Video: বিনা হেলেমেটে বাইক চালাচ্ছেন পুলিশকর্মী, পিছু ধাওয়া মহিলার
মুম্বই পুলিশের পিছু ধাওয়া করছেন মহিলা।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 5:30 PM

মুম্বই: আইনের রক্ষকই আইন ভঙ্গকারী! হেলমেট ছাড়া মোটরবাইক চালানো আইনত অপরাধ। বিনা হেলমেটে বাইক চালাতে দেখলেই পুলিশ জরিমানা করে। কিন্তু, পুলিশই যখন এই নিয়ম অমান্য করে? নিয়ম তো সকলের জন্য সমান। পুলিশও তার ঊর্ধ্বে নয়। আর এটাই চোখে আঙুল দিয়ে দেখালেন এক মহিলা (Mumbai woman)। রীতিমতো গাড়ি নিয়ে ওই পুলিশকর্মীর পিছু ধাওয়া করলেন তিনি। তারপর কেন তিনি হেলমেট (Helmet) পরেননি, তা নিয়েও প্রশ্ন তুললেন ওই মহিলা। সাধারণ নাগরিক হয়ে পুলিশকর্মীকে ‘জেরা’ করার সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিনা হেলেমেটে বাইক চালানোর জন্য পুলিশকর্মীর পিছু ধাওয়া করার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। মুম্বইবাসী ওই মহিলা নিজেই গোটা ঘটনাটির ভিডিয়ো X হ্যান্ডেলের ‘ঘর কে কলস’ অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ২৮ সেকেন্ডের ওই ভিডিয়ো ক্লিপসে দেখা যাচ্ছে, মুম্বইয়ের রাতের রাস্তায় বিনা হেলমেটে বাইক চালিয়ে যাচ্ছেন এক পুলিশকর্মী। ওই মহিলা চারচাকা গাড়ি চালিয়ে ওই পুলিশকর্মীর পিছু ধাওয়া করেন। তারপর ওই পুলিশকর্মীর বাইকের সামনে গাড়িটি দাঁড় করিয়ে তিনি চিৎকার করে প্রশ্ন করেন, হেলমেট কোথায়? রীতিমতো জেরার সুরে পুলিশকর্মীর প্রতি প্রশ্ন ছুড়ে দেন তিনি। ওই পুলিশকর্মী কোনও জবাব দিতে পারেননি। তিনি নীরবে চলে যান।

ওই মুম্বইকর গত ৮ নভেম্বর X হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করেছেন। তারপর কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ৫ লক্ষের বেশি লোক দেখেন এবং ৫ হাজারের বেশি লাইক পড়ে। বহু কমেন্টও পড়েছে। এমনকি মুম্বই ট্রাফিক পুলিশের তরফেও কমেন্ট পড়ে। এই ঘটনায় পদক্ষেপ করার জন্য জায়গার নাম দেওয়ার কথা বলা হয়েছে। কেননা ঘটনাটি মুম্বইয়ের কোন জায়গার, তা ভিডিয়ো বা ক্যাপশনে উল্লেখ নেই।

তবে আইন রক্ষকের আইন ভঙ্গ করা নিয়ে যেমন নেটিজেনদের অনেকে কমেন্ট করেছেন, তেমনই ওই মহিলার বিরুদ্ধেও অনেক কমেন্ট পড়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই মহিলা নিজেও সিটবেল্ট পরেননি। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন নেটিজেনরা। সিটবেল্ট না লাগানোয় নেটিজেনদের অনেকে ওই মহিলার বিরুদ্ধেও ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগে এফআইআর করার দাবি তুলেছেন। এছাড়া পুলিশকর্মীকে ধাওয়া করতে তিনি যেভাবে গাড়ি চালিয়েছেন, তার ফলে পথচলতি লোকেরা আহত হতে পারত বলেও কমেন্টে উল্লেখ করেছেন অনেকে।