Stones Thrown at Train: কুম্ভে অশান্তির ছক? প্রয়াগরাজগামী ট্রেনে হামলা, আতঙ্কে সিঁটিয়ে পুণ্যার্থীরা
Maha Kumbh: গোটা জানালার কাচ ভেঙে গিয়েছে, যে কোনও সময়ে যাত্রীদের গায়ে সেই কাচের টুকরো পড়তে পারে। ভিডিয়োয় ট্রেনের এক যাত্রীকে বলতে শোনা যায়, জলগাঁও থেকে তিন কিলোমিটার আগে কিছু দুষ্কৃতী ট্রেন লক্ষ্য করে ইট ছোড়ে।
লখনউ: কুম্ভ স্পেশাল ট্রেনে হামলা। ভাঙল জানালার কাঁচ। মহাকুম্ভ উপলক্ষে পুণ্যার্থীর ঢল নেমেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। কুম্ভস্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছেন। পুণ্যার্থীদের কথা ভেবেই ভারতীয় রেলের তরফেও অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। প্রয়াগরাজগামী এমনই এক ট্রেনে হামলা। ট্রেন লক্ষ্য করে ছোড়া হল ইট-পাথর। একাধিক জানালার কাঁচ ভাঙতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
জানা গিয়েছে, গুজরাটের সুরাট থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজ যাচ্ছিল তাপ্তি গঙ্গা এক্সপ্রেস। মহারাষ্ট্রের জলগাঁও দিয়ে যাওয়ার সময়ই ট্রেনের উপরে হামলা হয়। লাগাতার ইট-পাথর ছোড়ে কিছু দুষ্কৃতীরা। ইটের আঘাতে ট্রেনের বি৬ কামরার জানালা ভেঙে যায়।
जलगांव में सूरत से छपरा की ओर जाने वाली ताप्ती गंगा एक्सप्रेस पर पत्थरबाजी होने की घटना सामने आई है
ये ट्रैन प्रयागराम में भी रुकती है, इस ट्रेन में कुंभ जाने वाले यात्रियों की संख्या ज्यादा है. pic.twitter.com/L04fPnLhxM
— Divya Gaurav Tripathi 🇮🇳 (@write2divya) January 12, 2025
সোশ্য়াল মিডিয়ায় প্রাপ্ত ভিডিয়োয় দেখা গিয়েছে, গোটা জানালার কাচ ভেঙে গিয়েছে, যে কোনও সময়ে যাত্রীদের গায়ে সেই কাচের টুকরো পড়তে পারে। ভিডিয়োয় ট্রেনের এক যাত্রীকে বলতে শোনা যায়, জলগাঁও থেকে তিন কিলোমিটার আগে কিছু দুষ্কৃতী ট্রেন লক্ষ্য করে ইট ছোড়ে। রেলমন্ত্রীর কাছে সুরক্ষার আবেদন জানান তাঁরা।
Stone Pelting on Tapti Ganga Express near Jalgaon
Railways need to ramp up security, especially for trains going to #Prayagraj @AshwiniVaishnaw @IndianRailMedia #MahaKumbh2025 #MahaKumbhMela2025 https://t.co/RCMm0686Xh pic.twitter.com/x5kq7YPfJs
— India Strikes YT 🇮🇳 (@IndiaStrikes_) January 12, 2025
রেলের তরফেও জানানো হয়েছে, ওই ট্রেনের প্রায় ৪৫ শতাংশ যাত্রীই মহাকুম্ভের জন্য প্রয়াগরাজ যাচ্ছিলেন। সেন্ট্রাল রেলওয়ে ও পুলিশের তরফে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে ওইদিকের এলাকার। হামলার পরই ট্রেনে সঙ্গে সঙ্গে আরপিএফের চারটি টিম পাঠানো হয়।