‘প্রেগনান্সি একটা অজুহাত’, ফরেস্ট অফিসারের লজ্জা হওয়া উচিত বলে আক্রমণ করলেন বিধায়ক!
Maternity Leave: ওই বিধায়ক মিটিংয়ে সবার সামনেই বলেন, "যদি ওঁ প্রেগন্যান্ট হয়, তাহলে ছুটি নেওয়া উচিত। কাজ করার কী দরকার? ও টাকা কামাতে চায়, কিন্তু যখন মিটিংয়ের জন্য ডাকা হয়, তখন ছুটি নিতে চায়। কোনও লজ্জা নেই?"

বেঙ্গালুরু: মাতৃত্ব কি অপরাধ? বিধায়কের এক মন্তব্যে এই প্রশ্নই উঠেছে। সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির ময়দানে-চলছে তর্ক-বিতর্ক। এক মহিলা কর্মীকে অপরাধ কংগ্রেস বিধায়কের। বললেন, গর্ভাবস্থা শুধুমাত্র অজুহাত! যে রাজ্যে দিন কয়েক আগেই ঋতুচক্রকালীন ছুটির অনুমোদন দেওয়া হয়েছে, সেখানেই মাতৃত্ব নিয়ে এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকে। শাসক দল কংগ্রেসের বিধায়ক বন বিভাগের এক মহিলা অফিসারের উদ্দেশ্যে এই মন্তব্য করেন। চান্নাগিরির বিধায়ক শিবগঙ্গা বাসবরাজ কর্নাটক ডেভেলপমেন্ট প্রোগ্রাম বৈঠকে বসেছিলেন। সেখানেই তিনি শ্বেতা নামক এক ফরেস্ট রেঞ্জ অফিসার সম্পর্কে জিজ্ঞাসা করেন যে কেন তিনি মিটিংয়ে আসেননি। জানানো হয় যে তিনি মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস বিধায়ক।
ওই বিধায়ক মিটিংয়ে সবার সামনেই বলেন, “যদি ওঁ প্রেগন্যান্ট হয়, তাহলে ছুটি নেওয়া উচিত। কাজ করার কী দরকার? ও টাকা কামাতে চায়, কিন্তু যখন মিটিংয়ের জন্য ডাকা হয়, তখন ছুটি নিতে চায়। কোনও লজ্জা নেই?”
তিনি আরও বলেন, “মাতৃত্বকালীন ছুটি রয়েছে, তাই না? শেষদিন পর্যন্ত স্যালারি চায়, আবার এক্সট্রাও চাই। কিন্তু যেই কাজ করতে বলা হবে, তখনই মিটিংয়ে আসতে পারবে না। প্রেগন্যান্সি অজুহাত, লজ্জা পাওয়া উচিত। প্রতিবার একই অজুহাত- আমি প্রেগন্যান্ট, ডাক্তারের কাছে যাচ্ছি। ওঁর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা উচিত।”
এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। নারী অধিকার সংগঠনগুলির তরফে এই ভিডিয়ো শেয়ার করে বিধায়কের সমালোচনা করেছেন।
