Kalaram Temple: কুঁড়ে ঘর বানিয়ে ছিলেন রাম, সেখানে গিয়ে ঝাড়ু দিলেন মোদী
কালারাম মন্দির অবস্থিত পঞ্চবটী এলাকায়। পাঁচটি বটগাছ থেকেই এমন নাম বলে শোনা যায়। এই এলাকাতেই রয়েছে দণ্ডকারণ্য জঙ্গল। এখানে কুঁড়ে ঘর বানিয়ে ভগবান রাম ছিলেন বলে জানা গিয়েছে। রাম, লক্ষ্মণ এবং সীতা বেশ কয়েক বছর সেই জঙ্গলে ছিলেন বলে কথিত রয়েছে রামায়ণে।
নাসিক: মহারাষ্ট্রের নাসিকে গিয়ে শ্রী কালা রাম মন্দির দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোদাবরী নদীর ধারে পঞ্চবটী এলাকায় এই মন্দির অবস্থিত। এই স্থানের সঙ্গে রামায়ণের সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস। রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই পঞ্চবটী এলাকা। কালারাম মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন এবং প্রার্থনা শুনেছেন মোদী। পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসাবে মন্দির চত্বরে সাফাই কাজেও হাত লাগিয়েছেন। নাসিকে একটি জনসভাতেও হাজির হয়েছিলেন মোদী।
কালারাম মন্দির অবস্থিত পঞ্চবটী এলাকায়। পাঁচটি বটগাছ থেকেই এমন নাম বলে শোনা যায়। এই এলাকাতেই রয়েছে দণ্ডকারণ্য জঙ্গল। এখানে কুঁড়ে ঘর বানিয়ে ভগবান রাম ছিলেন বলে জানা গিয়েছে। রাম, লক্ষ্মণ এবং সীতা বেশ কয়েক বছর সেই জঙ্গলে ছিলেন বলে কথিত রয়েছে রামায়ণে। অযোধ্যায় রামের জন্মস্থানে তৈরি হওয়া মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ১০ আগে কালারাম মন্দির দর্শনে গেলেন মোদী।
At the Shree Kalaram Temple, I had the profound experience of hearing verses from the Bhavarth Ramayana written in Marathi by Sant Eknath Ji, eloquently narrating Prabhu Shri Ram’s triumphant return to Ayodhya. This recitation, resonating with devotion and history, was a very… pic.twitter.com/rYqf5YR5qu
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
ওই মন্দিরে মরাঠি ভাষায় লেখা ভাবার্ত রামায়ণের শ্লোক পাঠ হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। তা শুনেছেন মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মরাঠি ভাষা থেকে হিন্দি ভাষাতেও অনুবাদও হয়েছে সেই শ্লোক।