PM Modi: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহে বাতিল প্রধানমন্ত্রীর কানপুরের কর্মসূচি
PM Modi: গতকাল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। নাম জেনে বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়েছে। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কানপুরের শুভম নামে এক যুবকও রয়েছে।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন। দিল্লিতে পা রেখে বিমানবন্দরেই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর কানপুরের কর্মসূচি বাতিল হল।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কানপুরে ২০ হাজার কোটি টাকার বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা ছিল মোদীর। কিন্তু, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর পর এই শোকের আবহে ওই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। নাম জেনে বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়েছে। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কানপুরের শুভম নামে এক যুবকও রয়েছে। এই পরিস্থিতিতে কানপুরে প্রধানমন্ত্রীর ওই কর্মসূচি আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পেয়েই সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন। দিল্লি বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করেন। জঙ্গিরা কোনওভাবেই ছাড়া পাবে না বলে কড়া বার্তা দিয়েছেন মোদী।
কানপুরের কর্মসূচি বাতিল হলেও আগামিকাল বিহারে একটি সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আগামিকাল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস। বিহারের মধুবনী জেলার লোহনা উত্তর গ্রাম পঞ্চায়েতে সেই উপলক্ষ্যে একটি সরকারি অনুষ্ঠান রয়েছে। সেখানে থাকবেন মোদী। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই প্রথম জাতীয় স্তরের কোনও অনুষ্ঠান একটি গ্রামে হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে অংশ নেবেন।

