সরকার টিকিয়ে রাখতে ব্যর্থ, প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীরই

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 17, 2021 | 2:24 PM

সম্প্রতি পুদুচেরি (Puducherry) বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ার পরই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী(V Narayanasamy)। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা(Candidate List)-তেও দেখা গেল না তাঁর নাম।

সরকার টিকিয়ে রাখতে ব্যর্থ, প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীরই
রাহুল গান্ধীর সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। ছবি:PTI

Follow Us

পুদুচেরি: দলের দায়ভার ছিল তাঁর উপরই, কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হন তিনি। কংগ্রেসের প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা হতেই দেখা গেল, নাম নেই সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী(V Narayansamy)-র। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরই দিনঘোষণা করা হয় পুদুচেরি বিধানসভা নির্বাচনের।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই একাধিক কংগ্রেস (Congress) ও জোটসঙ্গী ডিএমকে(DMK)-র বিধায়ক পদত্যাগ করায় পুদুচেরিতে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দল বিজেপি(BJP)। বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী ও তাঁর মন্ত্রীসভার সদস্যরা।

বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কোনও দলই দুই মাসের জন্য অস্থায়ী সরকার গঠনে রাজি না হওয়ায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয় পুদুচেরি(Puducherry)-তে। আগামী ৬ এপ্রিল ৩০ টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে।

আরও পড়ুন: কম্ব্যাট মিশনে বায়ুসেনার পাইলটের মৃত্যু

আসন্ন নির্বাচনের জন্য সম্প্রতি কংগ্রেস ১৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় দেখা যায়, নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর। তালিকা ঘিরে বিতর্ক শুরু হতেই সর্বভারতীয় কংগ্রেসের পুদুচেরির দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা দীনেশ গুন্ডু রাও বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী লড়বেন না। তিনি মূলত দলীয় প্রচার ও নির্বাচনী কাজ সামাল দেবেন।”

কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছেন পি সেলভানাদানে, এম কানন সহ বিভিন্ন প্রবীণ নেতার নাম। কার্দিগামাম আসন থেকে লড়বেন পি সেলভানাদানে। ইন্দিরা নগর থেকে ভোটে দাঁড়াবেন এম কানন। ঔসুদ্দু আসন থেকে লড়বেন কার্তিকেয়ন ও মাহে থেকে প্রার্থী হয়েছেন রমেশ প্রেমাবাথ।

আরও পড়ুন: একদিনে বছরের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত! ভয় বাড়ছে ভারতে

Next Article