AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Festival of India 2025: দিল্লির বুকে এক টুকরো বাংলা, চলছে পুজো-অর্চনা থেকে ধুনুচি নাচ!

Durga Puja, Maha Ashtami: সপ্তমীতে টিভি৯ নেটওয়ার্কের এই অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। একদিকে বাঙালির দুর্গোৎসব, তার সঙ্গেই আবার দেশের অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন। সব কিছুই নজর কেড়েছে তাঁর।

| Edited By: | Updated on: Sep 30, 2025 | 9:36 AM
Share
রাজধানীতেও চলছে দেবীর আরাধনা। মণ্ডপ সাজিয়ে, সমস্ত রীতি মেনে শুরু হয়েছে নয়াদিল্লির দুর্গোৎসব। শুরু হয়ে গিয়েছে টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত 'ফেস্টিভাল অব ইন্ডিয়া'।

রাজধানীতেও চলছে দেবীর আরাধনা। মণ্ডপ সাজিয়ে, সমস্ত রীতি মেনে শুরু হয়েছে নয়াদিল্লির দুর্গোৎসব। শুরু হয়ে গিয়েছে টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত 'ফেস্টিভাল অব ইন্ডিয়া'।

1 / 10
টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত 'ফেস্টিভাল অব ইন্ডিয়া' এই প্রথম নয়। গত দু'বছর ধরে রমরমিয়ে চলছে এই অনুষ্ঠান। যা চলতি বছরে পা দিয়েছে তৃতীয় বর্ষে।

টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত 'ফেস্টিভাল অব ইন্ডিয়া' এই প্রথম নয়। গত দু'বছর ধরে রমরমিয়ে চলছে এই অনুষ্ঠান। যা চলতি বছরে পা দিয়েছে তৃতীয় বর্ষে।

2 / 10
মোট পাঁচ দিনব্য়াপী এই দুর্গোৎসব ও তা ঘিরে চলা অনুষ্ঠানে মহাষষ্ঠীর দিনে যোগ দিয়েছিলেন TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। TV9 নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা-সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা।

মোট পাঁচ দিনব্য়াপী এই দুর্গোৎসব ও তা ঘিরে চলা অনুষ্ঠানে মহাষষ্ঠীর দিনে যোগ দিয়েছিলেন TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। TV9 নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা-সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা।

3 / 10
'ফেস্টিভাল অব ইন্ডিয়া'র চলতি বছরের আকর্ষণ কী? মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দুর্গোৎসবে বাদ পড়েনি কোনও রীতি। একেবারে তিথি মেনে চলছে পুজো অর্চনা। চলছে ভোগ নিবেদন। মাথায় রাখা হচ্ছে দুর্গাপুজোর সমস্ত নিয়মের কথা।

'ফেস্টিভাল অব ইন্ডিয়া'র চলতি বছরের আকর্ষণ কী? মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দুর্গোৎসবে বাদ পড়েনি কোনও রীতি। একেবারে তিথি মেনে চলছে পুজো অর্চনা। চলছে ভোগ নিবেদন। মাথায় রাখা হচ্ছে দুর্গাপুজোর সমস্ত নিয়মের কথা।

4 / 10
একদিকে দুর্গোৎসব, অন্যদিকে খুশির জোয়ার। শুধুই দেবীর আরাধনা নয়, ফেস্টিভাল অব ইন্ডিয়াতে আয়োজন হয়েছে গানের অনুষ্ঠানের। যেখানে থাকবেন শান এবং ডিজে সাহিল-সহ অনেকেই।

একদিকে দুর্গোৎসব, অন্যদিকে খুশির জোয়ার। শুধুই দেবীর আরাধনা নয়, ফেস্টিভাল অব ইন্ডিয়াতে আয়োজন হয়েছে গানের অনুষ্ঠানের। যেখানে থাকবেন শান এবং ডিজে সাহিল-সহ অনেকেই।

5 / 10
'ফেস্টিভাল অব ইন্ডিয়া' যেন নয়াদিল্লির বুকে এক টুকরো 'বাংলা'। গ্রাম বাংলায় পুজো পার্বণ মানেই তা ঘিরে মাঠে বসবে বিরাট মেলা। শহর থেকে মেলারা অনেকটাই হারিয়ে গিয়েছে। কিন্তু দিল্লির বুকে সেই মেলাকেই ফিরিয়ে এনেছে টিভি৯ নেটওয়ার্কের দুর্গোৎসব। আয়োজন করেছে মেলার আধুনিক রূপ।

'ফেস্টিভাল অব ইন্ডিয়া' যেন নয়াদিল্লির বুকে এক টুকরো 'বাংলা'। গ্রাম বাংলায় পুজো পার্বণ মানেই তা ঘিরে মাঠে বসবে বিরাট মেলা। শহর থেকে মেলারা অনেকটাই হারিয়ে গিয়েছে। কিন্তু দিল্লির বুকে সেই মেলাকেই ফিরিয়ে এনেছে টিভি৯ নেটওয়ার্কের দুর্গোৎসব। আয়োজন করেছে মেলার আধুনিক রূপ।

6 / 10
একেবারে নবমীর দিন দুর্গা প্রাঙ্গনের অনতিদূরে বসবে বিশেষ প্রদর্শনী, বসবে স্টল। মন ভরে শপিং করতে পারবন দর্শনার্থীরা।

একেবারে নবমীর দিন দুর্গা প্রাঙ্গনের অনতিদূরে বসবে বিশেষ প্রদর্শনী, বসবে স্টল। মন ভরে শপিং করতে পারবন দর্শনার্থীরা।

7 / 10
আর শুধুই জামাকাপড় কিংবা অন্য সামগ্রী নয়। এই 'বিশেষ মেলা' থেকে কেনা যাবে 5D ছবিও। থাকবে খাদ্যের বাহার। আফগানিস্তানের ড্রাই ফ্রুট থেকে রকমারি খাবারের স্টল বসবে এই টিভি৯  নেটওয়ার্কের অনুষ্ঠানে।

আর শুধুই জামাকাপড় কিংবা অন্য সামগ্রী নয়। এই 'বিশেষ মেলা' থেকে কেনা যাবে 5D ছবিও। থাকবে খাদ্যের বাহার। আফগানিস্তানের ড্রাই ফ্রুট থেকে রকমারি খাবারের স্টল বসবে এই টিভি৯ নেটওয়ার্কের অনুষ্ঠানে।

8 / 10
নেটওয়ার্কের এই অনুষ্ঠান যে শুধু বাঙালি সংস্কৃতির মধ্যেই সীমিত রয়েছে তা একেবারে নয়। 'ফেস্টিভাল অব ইন্ডিয়া' দেশের উৎসব। যা নয়াদিল্লির বুকে জড়ো করে এই দেশের প্রায় প্রতিটি সংস্কৃতিকে। তাদের মেলবন্ধনই বাঁচিয়ে রাখে এই অনুষ্ঠানকে।

নেটওয়ার্কের এই অনুষ্ঠান যে শুধু বাঙালি সংস্কৃতির মধ্যেই সীমিত রয়েছে তা একেবারে নয়। 'ফেস্টিভাল অব ইন্ডিয়া' দেশের উৎসব। যা নয়াদিল্লির বুকে জড়ো করে এই দেশের প্রায় প্রতিটি সংস্কৃতিকে। তাদের মেলবন্ধনই বাঁচিয়ে রাখে এই অনুষ্ঠানকে।

9 / 10
সপ্তমীতে টিভি৯ নেটওয়ার্কের এই অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। একদিকে বাঙালির দুর্গোৎসব, তার সঙ্গেই আবার দেশের অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন। সব কিছুই নজর কেড়েছে তাঁর।

সপ্তমীতে টিভি৯ নেটওয়ার্কের এই অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। একদিকে বাঙালির দুর্গোৎসব, তার সঙ্গেই আবার দেশের অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন। সব কিছুই নজর কেড়েছে তাঁর।

10 / 10