Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pune: কবজি থেকে কেটে পড়ে গেল ছাত্রের বাঁ-হাত, মাত্র ১০০ টাকার জন্য

Pune Student's hand chopped off: মাত্র ১০০ টাকার জন্য হাত খোয়ালো পুনের এক ছাত্র। এই ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্যে দুই নাবালকও রয়েছে।

Pune: কবজি থেকে কেটে পড়ে গেল ছাত্রের বাঁ-হাত, মাত্র ১০০ টাকার জন্য
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 6:11 PM

নয়া দিল্লি: বর্ষবরণের রাতে ভয়ঙ্কর ঘটনা। মাত্র ১০০ টাকার জন্য এক ছাত্রের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের পুনেতে। এই ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্যে দুই নাবালকও রয়েছে। ঘটনাটি জানার পর, এই ঘটনার প্রেক্ষিতে পদক্ষেপ করা শুরু করে মহারাষ্ট্র পুলিশ। দুই নাবালক-সহ অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে। পুনে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে পুনের পাষাণ এলাকায়। যে ছাত্রের হাত কেটে নেওয়া হয়েছে, তার নাম পঙ্কজ তাম্বোলি। এই বিষয়ে তাঁর বন্ধু ২৪ বছরের আশুতোষ মানে পুলিশে অভিযোগ করেন।

জানা গিয়েছে তারা পাষাণের একটি মেসের বাসিন্দা। গত ৩১ ডিসেম্বর মেস বন্ধ ছিল। আশুতোষ মানে তাঁর বন্ধু সাজিদ শেখ, এবং পঙ্কজ তাম্বোলিকে নিয়ে রাত বারোটা নাগাদ, সাই চক এলাকায় এসেছিলেন। পঙ্কজের আরেক বন্ধু ময়ূর ফুঁড়েও তাঁদের সঙ্গে দেখা করতে ওই স্থানে এসেছিলেন। হর্ষদা নামে এক রেস্তোরাঁয় নৈশভোজ সারেন তাঁরা।

আশুতোষের অভিযোগ অনুযায়ী, নৈশভোজের পর চার বন্ধু রেস্তোরাঁ থেকে বের হতেই মোটরবাইক নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিল দুটি ছেলে। ময়ূর এবং পঙ্কজের কাছ থেকে ১০০ টাকা দাবি করে তারা। পঙ্কজ জবাব দেয়, তাদের কাছে টাকা নেই। এরপর আরও দুই ছেলেকে ডাকে বাইক-আরোহী ছেলে দুটি। চারজন মিলে পঙ্কজকে মারধর করা শুরু করে। এক সময় আচমকা একটি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে পঙ্কজের হাতে। মুহূর্তদের মধ্যে, কবজি থেকে কেটে পড়ে যায় পঙ্কজের বাঁ-হাত।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল পুলিশ। তারাই পঙ্কজকে নিয়ে যায় কাছের এক হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। পরে পুলিশ অভিযুক্ত চারজনকে আটক করে। তাদের মধ্যে দুই জন অপ্রাপ্তবয়স্ক। বাকি দুজন হল ১৮ বছরের প্রণব কাশীনাথ ওয়াঘমারে এবং ২০ বছরের গৌরব গৌতম মানাবতকর।