Puri Jagannath Temple: বছর শেষে মানুষের ঢল ঠেকাতে তিনদিন বন্ধ পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 11, 2021 | 9:26 AM

Puri: জগন্নাথদেবের মন্দিরের প্রশাসনিক দায়িত্বে থাকা কৃষ্ণ কুমার জানান, 'ছত্তিসা নিযোগ'-এর বৈঠকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Puri Jagannath Temple: বছর শেষে মানুষের ঢল ঠেকাতে তিনদিন বন্ধ পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা
তিনদিনের জন্য বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির। ফাইল চিত্র।

Follow Us

ওড়িশা: ইংরাজি বছর অন্ত ও নতুন বছরের শুরুতে বন্ধ থাকবে পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা। শুক্রবারই এ কথা জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মূলত করোনাকালে বিপুল ভক্ত সমাগম আটকাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান কৃষ্ণ কুমার।

জগন্নাথদেবের মন্দিরের প্রশাসনিক দায়িত্বে থাকা কৃষ্ণ কুমার জানান, ‘ছত্তিসা নিযোগ’-এর বৈঠকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির সংক্রান্ত সর্বোচ্চ যে সিদ্ধান্ত তা গ্রহণ করে এই ছত্তিসা নিযোগই।

তারাই এবার সিদ্ধান্ত নিয়েছে ৩১ ডিসেম্বর ২০২১ থেকে ২ জানুয়ারি ২০২২ এই তিনদিনের জন্য বন্ধ থাকবে জগন্নাথ মন্দিরের দরজা। কৃষ্ণ কুমার জানান, এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণই হল করোনার সংক্রমণ। নতুন বছরের প্রথমে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রভু জগন্নাথের দরবারে। এবার তেমনটা হলে তা রাজ্যের করোনা পরিস্থিতির জন্য মোটেই সুখকর হবে না। মানুষেরই বিপদ হবে তাতে।

সেই দিক চিন্তা করেই পুরীর মন্দিরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণ কুমার বলেন, “পুরীর জগন্নাথ মন্দির সাধারণ মানুষের দর্শনের জন্য ২০২১ ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি ২০২২, ২ জানুয়ারি ২০২২ বন্ধ থাকবে। কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অগস্টেই ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল। কিছুদিন আগে সপ্তাহান্তের লকডাউন উঠে যাওয়ায় শনিবারও জগন্নাথ মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, দর্শনের সময়সীমাও আগের থেকে ২ ঘণ্টা বাড়ানো হয়। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেব-দর্শন করার অনুমতি দেওয়া হয়। মন্দিরের ট্রাস্ট থেকে বলা হয়, যে কোনও উত্‍সব চলাকালীন বিশাল জনসমাগম এড়াতে করোনাভাইরাস সংক্রমণ যাতে বৃদ্ধি না পায়, সে দিকটা সবসময় নজরে রাখবে মন্দির কমিটি।

আরও পড়ুন: Arms Licence Racket: জাল লাইসেন্সে দেদার অস্ত্র কেনাবেচা, সিআইডির জালে বাংলার ৬

আরও পড়ুন: Rail Hospital: রেলের হাসপাতালে মেয়াদ পার করা স্যালাইন পেল রোগী! হইচই শুরু হতেই সাসপেন্ড দুই

আরও পড়ুন: Basanti Accident: বাড়ির নির্মাণের কাজ তদারকি করছিলেন, রাজমিস্ত্রির সামনেই গৃহকর্তার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা

Next Article