ভারতে ১৭ কোটি টাকা এল নীরব মোদীর বোনের অ্যাকাউন্ট থেকে! কেন এই বিপুল অর্থ দিলেন?

PNB Scam: ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকা চুরির অভিযোগ ওঠে নীরব মোদীর বিরুদ্ধে।

ভারতে ১৭ কোটি টাকা এল নীরব মোদীর বোনের অ্যাকাউন্ট থেকে! কেন এই বিপুল অর্থ দিলেন?
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 10:51 PM

নয়া দিল্লি: এবার পিএনবিকাণ্ডের রেশ ধরে প্রকাশ্যে নীরব মোদীর বোন। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট বা ইডির তরফে জানানো হয়েছে, নীরবের বোন পূর্বী মোদীর লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ কোটি টাকা ভারত সরকারের কাছে এসেছে। ভারত সরকারের তরফে পূর্বী মোদীকে বলা হয়েছিল, যদি তিনি পিএনবি কেলেঙ্কারির তদন্তে সহযোগিতা করেন তা হলে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক তদন্ত করা হবে না।

গত ২৪ জুন পূর্বী মোদী ইডিকে জানিয়েছিলেন, তাঁর নামে লন্ডনে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যা তাঁর দাদা নীরব মোদীই খুলিয়েছিলেন। তবে এ টাকার কোনওটাই পূর্বীর নয় বলেও তিনি দাবি করেন। সেদিনই বলেছিলেন, তদন্তে সবরকম সহযোগিতা করবেন।

বিশ্ব জোড়া নাম এই হিরের ব্যবসায়ীর। তাঁর ‘ব্র্যান্ড’-এর হিরের গয়নায় এক সময় সেজেছে হলিউড থেকে বলিউড। গুজরাতের রত্ন ব্যবসায়ী মেহুল চোকসির এই ভাইপো ৪৬ বছর বয়সেই হয়ে উঠেছিলেন বিজনেস ‘টাইকুন’। ফায়ারস্টার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান থেকে ফোর্বসের ৫৭ জন ধনীর তালিকায় অন্যতম, সাফল্যের ঝুলিতে কী ছিল না।

আরও পড়ুন: পড়শি রাজ্য থেকে ট্রেনে চেপে এসে এটিএম জালিয়াতিই ছিল কাজ! পুলিশের জিম্মায় জামতাড়া গ্যাংয়ের ৪

২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকা চুরির অভিযোগ ওঠে নীরব মোদীর বিরুদ্ধে। সে বছরই ইডি নীরব মোদীকে ভারতে চেয়ে ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানায়। তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ২০১৯ সালের ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়।