তেজস্বীর বিয়েতে খুশি নয় তাঁর মামা! কিন্তু কেন?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Dec 11, 2021 | 12:44 AM

Tejashwi Yadav Marriage: বৃহস্পতিবারই, নিজের দীর্ঘদিনের বন্ধু দিল্লি নিবাসী ব়্যাচেল গোডিনহোকে বিয়ে করেন বিহারের এই যুব নেতা। বিয়ের পরিবর্তন করে ব়্যাচেলের বর্তমান নাম রাজেশ্বরী যাদব।

তেজস্বীর বিয়েতে খুশি নয় তাঁর মামা! কিন্তু কেন?
ছবি: ফাইল চিত্র

Follow Us

পটনা: লালু পুত্র তেজস্বীর বিয়ে নিয়েই কী এবার যাদব পরিবারে অশান্তি? সাম্প্রতিক ঘটনায় তেমনই ইঙ্গিত মিলছে। ভিকি-ক্যাটরিনার বিয়ের দিনই গাঁটছড়া বেঁধেছিলেন বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করায় চরম অখুশি তেজস্বীর মামা সাধু যাদব।

বৃহস্পতিবারই, নিজের দীর্ঘদিনের বন্ধু দিল্লি নিবাসী ব়্যাচেল গোডিনহোকে বিয়ে করেন বিহারের এই যুব নেতা। বিয়ের পরিবর্তন করে ব়্যাচেলের বর্তমান নাম রাজেশ্বরী যাদব। নিজের ভাগ্নের সঙ্গে এক খ্রিস্টান মহিলার বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাধু যাদব শুক্রবার জানিয়েছেন, ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করে তেজস্বী সমগ্র যাদব সম্প্রদায়কে কলুষিত করেছেন। তিনি বলেন, “তেজস্বীর জন্য যাদব সম্প্রদায় বিড়ম্বনার মধ্যে পড়েছে। তার সকল বোনরা যাদব সম্প্রদায়ের মধ্যে বিয়ে করলেও খ্রিস্টান মহিলাকে বিয়ে করেছেন তেজস্বী। আমাদের সম্প্রদায় এই বিয়েকে মেনে নেবে না।”

তেজস্বীর বিরুদ্ধে আরও মারত্মক অভিযোগ এনেছেন তাঁর মামা। তিনি বলেন, “নির্বাচনে তেজস্বী যাদব সম্প্রদায়ের ভোট প্রার্থনা করেন, অন্যদিকে সেই সম্প্রদায়ের কাউকেই তিনি বিয়ে না করে একজন খ্রিস্টানকে বিয়ে করলেন। তাঁর উচিত চণ্ডীগঢ় বা কেরালাতে গিয়ে ভোট প্রার্থনা করা। বিহারে তাঁর জন্য আর কিছু অবশিষ্ট নেই।”

সাধু আরও জানিয়েছেন, তেজস্বীর এই বিয়ের সিদ্ধান্তে তিনি মারত্মক আহত হয়েছেন, তাই তিনি কখনই তাঁকে বিয়ের শুভেচ্ছা জানাবেন না। সাধু বলেন, “কেন লালুর পরিবার তাদের ছেলেকে লুকিয়ে বিয়ে দিল? বিয়ের আগে তাঁরা পাত্রীর নাম অবধি জানায়নি। স্বাভাবিকভাবেই তখন মনে হয়েছে বিয়েতে কিছু সমস্যা আছে। এখন বোঝা যাচ্ছে কেন বিহারে কোনও সমস্যা হলে তেজস্বী দিল্লিতে চলে যান।”

উল্লেখ্য, বৃহস্পতিবার একসঙ্গেই তেজস্বী-ব়্যাচেলের বাগদান ও বিয়ে পর্ব সেরে ফেলা হয়েছিল। দিল্লির সৈনিক ফার্ম এলাকায় হয়েছিল বিবাহের এই অনুষ্ঠান। লালুপ্রসাদ যাদবের বিরাট পরিবার। পরিবারের সকল সদস্যরাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন। বিয়ের অনুষ্ঠানে স্ত্রী ডিম্পল যাদবকে নিয়ে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টি প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর সঙ্গে হালকা মেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছে বরকর্তা লালুকেও।

আরও পড়ুন Malviya attacks Priyanka: বিপিন রাওয়াতের মৃত্যুতে দেশ যখন শোকার্ত তখন তিনি নাচ করছেন প্রিয়াঙ্কা, আক্রমণ মালব্যের

আরও পড়ুন Kolkata Municipal Election 2021: তৃণমূল প্রার্থীর পাশে হাঁটলেন বিজেপি প্রার্থীর স্ত্রী, স্বামীর বিরুদ্ধে প্রচার?

Next Article