নয়া দিল্লি: কংগ্রেসের ১৩৬তম প্রতিষ্ঠা দিবসে (136th Foundation Day of Congress) অনুপস্থিত স্বয়ং রাহুল গান্ধীই! সোমবার দেশজুড়ে ব্লক থেকে জেলা ও রাজ্যস্তরে পালিত হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তবে অনুষ্ঠানে হাজির হননি কংগ্রেসের অন্যতম প্রধান মুখ রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রতিষ্ঠা দিবসের আগেই বিদেশ সফরে উড়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই নিয়ে সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলি, ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরেও।
দলের প্রতিষ্ঠা দিবসে অনুপস্থিত থাকলেও শুভেচ্ছা জানাতে ভোলেননি রাহুল। একটি ভিডিয়ো টুইট করে তিনি প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান। টুইটে লেখেন, “কংগ্রেস জাতির কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। আজ, প্রতিষ্ঠা দিবসে আমরা ফের একবার সত্য ও সমতার অঙ্গীকার করছি। জয় হিন্দ”। কংগ্রেসের অন্যান্য দলীয় নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন একইভাবে।
देश हित की आवाज़ उठाने के लिए कांग्रेस शुरू से प्रतिबद्ध रही है।
आज कांग्रेस के स्थापना दिवस पर, हम सच्चाई और समानता के अपने इस संकल्प को दोहराते हैं।
जय हिंद!#CongressFoundationDay pic.twitter.com/LCJvcABYh1
— Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2020
রবিবার দলের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা (Randeep Singh Surjewala) বলেন, “কংগ্রেস নেতা রাহুল গান্ধী ব্যক্তিগত কারণে বিদেশ গিয়েছেন এবং আগামী কয়েকদিন অনুপস্থিত থাকবেন।” সকালে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ‘দাদা কোথায়’- এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)-ও।
আরও পড়ুন: আর্থিক তছরুপ মামলায় সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির, টুইটে হুমকি শিবসেনা নেতার
চলতি মাসেই দলের বিক্ষুদ্ধ কর্মীদের সঙ্গে দলনেত্রী সোনিয়া গান্ধী বৈঠক করেন, সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও। সেই সময়ই গুঞ্জন শুরু হয়, নতুন বছরে ফের একবার দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল গান্ধী। কিন্তু দলের প্রতিষ্ঠা দিবসেই তাঁর অনুপস্থিতি দলীয় কর্মীদের মনেও নানা প্রশ্ন তুলেছে। সমালোচনার সুযোগ ছাড়েনি বিরোধীরাও। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)সোমবার সকালেই টুইটে লেখেন, “কংগ্রেস ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করছে আর রাহুল গান্ধীজী ‘৯ ২ ১১’ হয়ে গেছেন।”
कांग्रेस इधर अपना 136 वां स्थापना दिवस मना रही है और राहुल जी ‘9 2 11’ हो गये!!
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) December 28, 2020
বিজেপি (BJP)-র আক্রমণের জবাবে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ভেনুগোপাল বলেন, “রাহুল গান্ধী তাঁর দিদাকে দেখতে গিয়েছেন। এটা কি ভুল? সবার ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ার অধিকার রয়েছে। বিজেপি নিম্নস্তরের রাজনীতি করছে। রাহুল গান্ধীকে নিশানা করে আক্রমণ করছেন কারণ কেবল একজন নেতাকেই আক্রমণ করতে চান তারা।”
সূত্র অনুযায়ী, ইতালির (Italy) মিলানে নিজের দিদার সঙ্গে দেখা করতে গিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু ইতালিতে ভারতীয়দের যাতায়াতে নিষেধাজ্ঞার মাঝেই তিনি কীবাবে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।
কৃষক আন্দোলন নিয়ে যখন বিরোধী দল হিসাবে কংগ্রেস ফের একবার উঠে আসার সুযোগ পেয়েছিল, সেই সময়ে রাহুল গান্ধীর অনুপস্থিতি দলের পক্ষে ক্ষতিকর বলেই একাংশ দলীয় কর্মীর মত। অন্যদিকে ক্ষোভ উগরে দিয়েছেন কৃষক নেতারাও। ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ তিকাইত বলেন, “উনি কোনও ধর্ণাতেই যাননি বা কারোর সঙ্গে কথা বলেননি। আমাদের দেশের বিরোধীরা দুর্বল, তারা পুলিসের লাঠি খায় না, জেলে যায় না।”
সোনিয়া গান্ধী ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় গান্ধী পরিবার প্রায়শই ইতালিতে যাতায়াত করেন। সেই সুযোগেই কংগ্রেস প্রধানদের বিদেশ যাত্রা নিয়ে আক্রমণ করতে ছাড়ে না বিজেপি। করোনা সংক্রমণের শুরুতে সোনিয়া গান্ধী ইতালি থেকে ফেরত এসে লোকসভায় যোগ দেওয়ায় বিজেপির সাংসদরা তাঁর করোনা পরীক্ষার দাবি তুলেছিল।
আরও পড়ুন: বর্ষশেষে স্বস্তি দিচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ২০ হাজার