আর্থিক তছরুপ মামলায় সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির, টুইটে হুমকি শিবসেনা নেতার

এর আগেও দুইবার বর্ষা রাউতকে সমন পাঠিয়েছিল ইডি (ED), কিন্তু দুবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়েছেন।

আর্থিক তছরুপ মামলায় সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির, টুইটে হুমকি শিবসেনা নেতার
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 28, 2020 | 11:19 AM

পুনে: পিএমসি ব্যাঙ্ক আর্থিক কেলেঙ্কারি মামলায় (PMC Bank Money Laundering Case) শিব সেনা নেতা সঞ্জয় রাউতের স্ত্রী, বর্ষা রাউত (Varsha Raut)-কে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (Enforcement Directorate)। তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, আগামী ২৯ ডিসেম্বর তাঁকে মুম্বইয়ে ইডির দফতরে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জেরার জন্য হাজিরা দিতে হবে।

এর আগেও দুইবার বর্ষা রাউতকে সমন পাঠিয়েছিল ইডি (ED), কিন্তু দুবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়েছেন। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে তাঁর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। তিনবার সমন এড়ালে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে তদন্তকারী সংস্থার, ফলে আগামীকাল তিনি হাজিরা দেবেন বলেই সূত্রের খবর।

গতবছর অক্টোবর মাসেই পঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের (Punjab and Maharashtra Co-operative Bank) ঋণ নিয়ে আর্থিক তছরুপের মামলার তদন্ত শুরু করে। ৪৩৫৫ কোটি টাকার তছরুপের বিষয়টি সামনে আসার পরই রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) পিএমসি ব্যাঙ্কের যাবতীয় আর্থিক লেনদেনে স্থগিতাদেশ জারি করে। মুম্বইয়ের আর্থিক অপরাধ শাখার সাহায্য নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।

আরও পড়ুন: বর্ষশেষে স্বস্তি দিচ্ছে করোনা, ৬ মাসে সর্বনিম্ন সংক্রমণ

অন্যদিকে, ইডির তলবপত্র পাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন সঞ্জয় রাউত(Sanjay Raut)। একটি গানের লাইন উদ্ধৃত করে তিনি টুইটে লেখেন, “কার কত দম আছে, দেখে নেব।” ইতিমধ্যেই তিনি শিব সেনা প্রধান উদ্ভব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করতে গিয়েছেন। আজ দুপুর দুটোয় তিনি সাংবাদিক বৈঠক করবেন।

মহা বিকাশ আগাড়ির সদস্য শিবসেনা (Shiv Sena) এর আগেও অভিযোগ করেছিল, জাতীয় তদন্তকারী সংস্থাগুলি বিনা কারণে তাঁদের নিশানা বানাচ্ছে। কেন্দ্রের শাসকদল বিজেপি (BJP)-র নাম না উল্লেখ করেই তাঁদের দিকেই অভিযোগের তির ছুড়েছিল শিবসেনা।

বর্ষা রাউতের পাশাপাশি প্রাক্তন বিজেপি নেতা একনাথ খাড়সে (Eknath Khadse), যিনি সদ্য শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (Nationalist Congress Party)-তে যোগ দিয়েছেন, তাঁর বিরুদ্ধেও সমন জারি করেছে ইডি। তাঁকে আগামী ৩০ ডিসেম্বর জেরার জন্য হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘গো’-তে কাজ হয়নি, কেন্দ্রীয় মন্ত্রীর এবার কাতর আর্জি ‘নো করোনা নো’