Coromandel Express derailed: অন্তর্ঘাত তত্ত্ব মাথাচাড়া দিতেই রেলবোর্ডের সঙ্গে তড়িঘড়ি বৈঠক বৈষ্ণবের

Coromandel Express derailed: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কারণ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন রেলবোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার সকালে নয়া দিল্লিতে দীর্ঘ ১ ঘণ্টা ধরে দু-পক্ষের মধ্যে বৈঠক হয়।

Coromandel Express derailed: অন্তর্ঘাত তত্ত্ব মাথাচাড়া দিতেই রেলবোর্ডের সঙ্গে তড়িঘড়ি বৈঠক বৈষ্ণবের
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে রেলবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক রেলমন্ত্রীর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 1:09 PM

নয়া দিল্লি: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Coromandel Express derailed) উঠে আসছে অন্তর্ঘাতের তত্ত্ব। এই দুর্ঘটনার পিছনে কোথাও না কোথাও অন্তর্ঘাত করা হয়েছে বলে দাবি রেলের। এই বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতর (PMO)-এ রিপোর্ট জমা দিয়েছে রেলওয়ে বোর্ড। এবার পুরো বিষয়টি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন রেলবোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার সকালে নয়া দিল্লিতে দীর্ঘ ১ ঘণ্টা ধরে দু-পক্ষের মধ্যে বৈঠক হয়। কোথায়, কীভাবে অন্তর্ঘাত করা হয়েছে, সে বিষয়েই রেলমন্ত্রীর (Ashwini Vaishnaw) সঙ্গে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের (Rail Board Chairman) আলোচনা হয় বলে সূত্রের খবর।

সূত্রের খবর, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অনিল কুমার লাহোটি বালেশ্বর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট সোমবার রাতেই PMO-এ জমা দিয়েছেন। সেই রিপোর্টে দুর্ঘটনার কারণ হিসাবে অন্তর্ঘাতের তত্ত্ব খাঁড়া করা হয়েছে। রিপোর্টে আর কী-কী বিষয় তুলে ধরা হয়েছে, অন্তর্ঘাত কোথায় হতে পারে, সেটাই এদিন রেলমন্ত্রীর কাছে তুলে ধরেন রেলবোর্ডের চেয়ারম্যান।

অন্যদিকে, এদিন সকালেই বাহানাগায় দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন সিবিআইয়ের ১০ সদস্যের এক প্রতিনিধি দল। ইতিমধ্যে রেলের ৭টি ধারায় (৩৩৭, ৩৩৮, ৩৪এ, ৩৪, ১৫১, ১৫৩ ও ১৭৫) এফআইআর দায়ের করেছে সিবিআই।

উল্লেখ্য, গত শুক্রবার বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মালগাড়ির সঙ্গে ধাক্কায় করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি ছিটকে যায়। ক্ষতিগ্রস্ত হয় ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও। ঘটনায় ২৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০০-র বেশি মানুষ। ভয়াবহ এই দুর্ঘটনার পরদিনই, শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় কারও গাফিলতি প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে বার্তা দিয়েছিলেন তিনি। এরপর এই দুর্ঘটনার তদন্তে নামে রেল। সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে অন্তর্ঘাতের সূত্র পেয়েছেন তাঁরা। যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিবিআই ইতিমধ্যে এই দুর্ঘটনার তদন্তভার নিয়েছে এবং মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সিবিআই আধিকারিকদের ১০ সদস্যের এক প্রতিনিধি দল।