Indian Railway: তৈরি হবে না ‘দমবন্ধ’ পরিস্থিতি, নভেম্বর পর্যন্ত ১২ হাজার স্পেশাল ট্রেন চালাবে রেল
War Room at Rail Bhavan: সেখান থেকে তিনি জানান, 'বর্তমানে দেশে তিনটি স্তরে ওয়ার রুম তৈরি হয়েছে। প্রথমটা ডিভিশনাল, দ্বিতীয় জোনাল এবং সর্বোপরী রেলওয়ে বোর্ড স্তরে। পাশাপাশি, যে সকল স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি। সেগুলিতে একটি মিনি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে।'

নয়াদিল্লি: যাতায়াতের ক্ষেত্রে বর্তমানে সর্বসময়ে সঙ্গী হয়ে উঠেছে ভারতীয় রেল। গোটা বছর তো বটেই, উৎসবের আবহেও দেখা যায় ‘দমবন্ধ’ ভিড়। কিন্তু এই জনস্রোত নিয়ন্ত্রণ করা হবে কীভাবে? মহাকুম্ভের সময়, এমনকি সম্প্রতি বর্ধমান স্টেশনে ঘটা পদপিষ্টের ঘটনা চিন্তা তৈরি করেছিল রেল কর্তৃপক্ষের মনে। তারপরই উৎসবের আবহে যাত্রী ভিড় সামলাতে ‘ওয়ার রুমে’ই আরও বেশি জোর দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল।
বৃহস্পতিবার রেল ভবনে ওয়ার রুমে গিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকে তিনি জানান, ‘বর্তমানে দেশে তিনটি স্তরে ওয়ার রুম তৈরি হয়েছে। প্রথমটা ডিভিশনাল, দ্বিতীয় জোনাল এবং সর্বোপরী রেলওয়ে বোর্ড স্তরে। পাশাপাশি, যে সকল স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি। সেগুলিতে একটি মিনি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে।’
হঠাৎ করে স্টেশনের দিকে যাত্রীদের ভিড় ছুটে এলে তা নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হয় কর্তব্যরত নিরাপত্তারক্ষী ও অন্যান্য কর্মীদের। বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে, হঠাৎ তৈরি জনস্রোতের কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেছে। তাই উৎসবের মরসুমে সেই জনস্রোতকে নিয়ন্ত্রণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল।
এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, ‘একটা বিপুল জনস্রোত যাতে হঠাৎ করেই স্টেশনে ঢুকতে না পারে বা নির্দিষ্ট কোনও প্ল্যাটফর্মের দিকে যেতে না পারেন, তাঁর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিস্টেমেটিক ভাবে স্টেশন নির্বিশেষে তাঁদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে যাওয়ার পথ তৈরি করা হয়েছে। যাতে হুট করে একটা বিরাট ভিড় একই জায়গায় জমা হয়ে কোনও বিপদ না ঘটায়। আর এই গোটা ব্যাপারটার উপর নজরদারি চালানো হচ্ছে এই ওয়ার রুমগুলি থেকে।’
তাঁর সংযোজন, ‘প্রতিদিনের পরিষেবা ছাড়াও আগামী চারদিন আরও ১ হাজার ৫০০টি ট্রেন চালানো হবে। এছাড়াও প্রতিদিন বাড়তি ৩০০টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে।’ ছট পুজো ও তার পরবর্তী সময়ে গোটা দেশজুড়ে তৈরি হওয়া যাত্রীদের ভিড় সামলাতে আরও একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘চলতি মাসের প্রথম তারিখ থেকে আগামী মাসে ৩০ তারিখ অর্থাৎ ৬১ দিন দেশজুড়ে প্রতিদিন স্পেশাল ট্রেন চালানো হবে। এই সময়কালে ১২ হাজারেরও বেশি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।’
