PM Modi-Ashok Gehlot: ‘আপনাকে তো আমন্ত্রণ জানানো হয়েছিল’, গেহলটের গোঁসা হতেই জবাব এল প্রধানমন্ত্রীর দফতর থেকে

PMO Vs Rajasthan Government: প্রধানমন্ত্রীর সফরের ঘণ্টাখানেক আগেই রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট টুইটারে দাবি করেন, প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে তাঁর যে বক্তব্য রাখার কথা থাকা ছিল, তা প্রধানমন্ত্রীর দফতর বাতিল করে দিয়েছে।

PM Modi-Ashok Gehlot: 'আপনাকে তো আমন্ত্রণ জানানো হয়েছিল', গেহলটের গোঁসা হতেই জবাব এল প্রধানমন্ত্রীর দফতর থেকে
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 11:55 AM

জয়পুর: আজ রাজস্থান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তার আগেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ জানানো নিয়ে তৈরি হল তুমুল বিতর্ক। আজ, বৃহস্পতিবার রাজস্থানের (Rajasthan) শিখরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৌঁছনোর আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) দাবি করলেন, তাঁর বক্তব্য বাতিল করে দেওয়া হয়েছে। সেই কারণে তিনি টুইটারেই স্বাগত জানাতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে পাল্টা টুইট করে জানানো হয়, সরকারের তরফে অনুষ্ঠান বাতিল করা হয়নি, বরং মুখ্যমন্ত্রীর দফতরের তরফেই জানানো হয় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।

প্রধানমন্ত্রীর সফরের ঘণ্টাখানেক আগেই রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট টুইটারে দাবি করেন, প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে তাঁর যে বক্তব্য রাখার কথা থাকা ছিল, তা প্রধানমন্ত্রীর দফতর বাতিল করে দিয়েছে। তিনি টুইটে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, “আজ আপনি রাজস্থানে আসছেন। আপনার অফিস অনুষ্ঠান থেকে আমার নির্ধারিত তিন মিনিটের বক্তব্য বাদ দিয়ে দিয়েছে। তাই আমি আপনাকে বক্তব্য়ের মাধ্য়মে স্বাগত জানাতে পারব না। তবে এই টুইটের মাধ্য়মে আমি আপনাকে রাজস্থানে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”

এরপরে তিনি আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে কী কী দাবি জানাতেন, তাও টুইটে উল্লেখ করেন। বিগত ছয় মাসে এই নিয়ে সপ্তমবার রাজস্থানে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সে কথার উল্লেখ করেই যাবতীয় দাবি পূরণের আর্জি জানান গেহলট।

এর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর অফিসের তরফে পাল্টা টুইটে জানানো হয়, মুখ্যমন্ত্রী নিজেই এই অনুষ্ঠান থেকে অব্যহতি চেয়েছিলেন। সেই টুইটে লেখা হয়, “নিয়ম মেনেই  আপনাকে (মুখ্যমন্ত্রী অশোক গেহলট) আমন্ত্রণ জানানো হয়েছিল এবং  বক্তব্য রাখার জন্য সময়ও নির্ধারিত করা হয়েছিল। কিন্তু আপনার অফিসের তরফেই জানানো হয় যে আপনি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনি সেই অনুষ্ঠানগুলিতে যোগও দিয়েছিলেন। আপনাকে আজকের অনুষ্ঠানেও সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। রাজ্যের উন্নয়নমূলক কাজ নিয়ে যে প্রচার করা হয়েছে, সেখানেও আপনার নাম রয়েছে। সম্প্রতিই আপনি যে চোট পেয়েছেন, তার কারণে শারীরিক সমস্যা না থাকলে আপনার উপস্থিতি কাম্য।”

সূত্রের খবর,  প্রধানমন্ত্রীর এ দিনের সফরে একাধিক সরকারি কর্মসূচি রয়েছে। এরমধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুধুমাত্র যাতে মুখ্যমন্ত্রী অশোক গেহলট যোগ দিতে পারেন। সরকারি সূত্রে খবর, অশোক গেহলট ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে শিখরের অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন, যা সরকারি প্রোটোকল বা নিয়মের মধ্যে পড়ে না।