Rajasthan News: হালুয়ায় বিষ মিশিয়ে স্ত্রী ও সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা যুবকের
Wife and children died: মনোজ শর্মা নিজের হাতে হালুয়ায় বিষ মিশিয়েছেন এবং সেটি স্ত্রী ও ছেলে-মেয়েদের খেতে দিয়েছেন। সেই হালুয়া খেয়ে মনোজের স্ত্রী সাক্ষী (২৮) এবং ৫ মাসের শিশুপুত্র আর্থবের মৃত্যু হয়েছে।

জয়পুর: সংসারে আর্থিক অনটন চলছিল। অনেকের কাছে ধার-দেনাও হয়ে গিয়েছিল। যা পরিশোধ করার পথ খুঁজে পাচ্ছিলেন না রাজস্থানের (Rajasthan) জয়পুরের বাসিন্দা মনোজ শর্মা। ফলে বেশ কয়েকদিন ধরেই তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। অবশেষে চরম পদক্ষেপ করলেন তিনি। গোটা পরিবারকে শেষ করে দিয়ে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেন মনোজ শর্মা। যদিও তার ফল হল আরও সাংঘাতিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুরের প্রতাপ নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন মনোজ শর্মা। তাঁর দুই সন্তানের মধ্যে নাবালিকা মেয়ে ও ৫ মাসের শিশু পুত্র ছিল। রবিবার তিনি হালুয়ার সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রী ও সন্তানদের খাওয়ান এবং নিজেও সেটি খান। যদিও দুজনের মৃত্যু হলেও বাকি দুজন বেঁচে গিয়েছেন।
স্থানীয় থানার আধিকারিক জাহির আব্বাস বলেন, মনোজ শর্মা নিজের হাতে হালুয়ায় বিষ মিশিয়েছেন এবং সেটি স্ত্রী ও ছেলে-মেয়েদের খেতে দিয়েছেন। সেই হালুয়া খেয়ে মনোজের স্ত্রী সাক্ষী (২৮) এবং ৫ মাসের শিশুপুত্র আর্থবের মৃত্যু হয়েছে। আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৩০ বছর বয়সি মনোজ এবং তাঁর মেয়ে নিয়া।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছেন, মনোজ শর্মার অনেক ধার-দেনা হয়ে গিয়েছিল। যার ফলে পরিবারেও আর্থিক অনটন চলছিল। তার জেরেই তিনি একাজ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।





